বৃষ্টির মধ্যে আম্রপালির সঙ্গে উদ্দাম রোমান্সে মাতলেন নীরাহুয়া

নীরাহুয়া

বিনোদন ডেস্ক : সম্প্রতি নেটদুনিয়ায় একটি ভোজপুরি গান ভীষণরকম ভাইরাল হয়েছে। এই গানে দেখা মিলেছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় জুটির। ভাইরাল হওয়া গানে আম্রপালি দুবে ও দীনেশ লাল যাদবকে দেখা গিয়েছে।

নীরাহুয়া

এনারা দুজনেই ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম দুই প্রথম সারির তারকা। ভিডিওতে তাদের রোমান্স রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে, তা বলাই বাহুল্য। সম্প্রতি একটি জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়, যার ভিউজ এই মুহূর্তে লাখে কথা বলছে।

আম্রপালি দুবে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয়, সুন্দরী, প্রথম সারির অভিনেত্রী। তিনি ভীষণভাবে জনপ্রিয় সেখানকার দর্শকদের মাঝে। সম্প্রতি ‘তানি ছু লা’ এই গানের তালেই পর্দায় নীরাহুয়ার সাথে খোলা আকাশের নীচে, বৃষ্টির মাঝেই চূড়ান্ত ঘনিষ্ঠ হয়েছিলেন অভিনেত্রী।

আর তাদের এই ঘনিষ্ঠ দৃশ্য যে দর্শকরা বেশ তারিয়ে তারিয়ে উপভোগ করেছেন, তা বলাই বাহুল্য। ভিডিওতে একেবারে গদগদ প্রেমের দৃশ্যে দেখা মিলেছে তাদের। উল্লেখ্য, দীনেশ লাল যাদব নীরাহুয়া নামেই পরিচিত ভোজপুরি দর্শকদের কাছে।

Monsoon18 re-Presents # Tani Chhoo La   Beta  Movie Full Song  Dinesh Lal Yadav  Nirahua , Aamrapali

‘মনশুন ১৮’ নামের জনপ্রিয় ইউটিউব চ্যানেল থেকে ২ বছর আগে অনস্ক্রিন এই তারকা জুটির এই জনপ্রিয় ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছিল। বর্তমানে যা দেড় লাখের বেশি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। উল্লেখ্য গানটি জনপ্রিয় ভোজপুরি ছবি ‘বেটা’র।

শরীর গরম করে দেবার মত ওয়েব সিরিজ, ভুলেও কারও সামনে দেখবেন না

ভিডিওটি পুরনো হলেও নিজেদের প্রিয় জুটিকে পুনরায় একসাথে ভাইরাল হতে দেখে খুশি তাদের ভক্তমহলও। আপাতত, এই জনপ্রিয় হিট ভোজপুরি অনস্ক্রিন তারকা জুটি যে এই ভিডিওর সূত্র ধরেই তাদের অনুরাগীদের মাঝে চর্চায় রয়েছেন তা নিঃসন্দেহে বলা চলে।