জুমবাংলা ডেস্ক : যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে ঈদুল আজহা। তবে বৃষ্টির কারণে সকাল থেকে নামাজ আদায় ও কোরবানি দিতে বেগ পেতে হচ্ছে সবাইকে।
বৃস্পতিবার (২৯ জুন) সকাল থেকেই রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি উপেক্ষা করেই ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। এরপর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি মধ্যেই রাজধানীর অলিগলিতে পশু কোরবানি দিতে দেখা গেছে।
নামাজের পর রায়েরবাগ, যাত্রাবাড়ী, মাতুয়াইলসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, প্রতিটি এলাকায় সড়কে ও বাসার গ্যারেজে চলছে পশু কোরবানি।
ঢাকা দক্ষিণ সিটির ৬৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সামসুদ্দিন ভুইয়া সেন্টু বলেন, কোরবানি হচ্ছে আমার ওয়ার্ডের প্রতিটি এলাকায়। কোরবানির বর্জ্য যেন সড়কে না ফেলা হয় সেই ব্যবস্থা করা হয়েছে। পর্যাপ্ত ব্লিচিং পাউডার দেওয়া হয়েছে। দুপুরের মধ্যে পরিচ্ছন্নতাকর্মীরা সব ময়লা অপসারণ করতে পারবে বলে আশা করছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।