লাইফস্টাইল ডেস্ক : কথাতেই আছে বিশ্বাসই সব। এ নিয়ে হয়তো পক্ষে-বিপক্ষে অনেকের মতামত থাকতে পারে। কিন্তু এটা সত্য যে, ভুল মানুষকে বিশ্বাস করলে ক্ষতির সম্ভাবনাই থাকে বেশি। এরপরও সামাজিক জীব হিসেবে মানুষের সঙ্গে মিলেমিশে চলতে-ফিরতে নানা মানুষকে বিশ্বাস করতে হয় আমাদের।
এই বিশ্বাস করা থেকেই ভুল মানুষকে বিশ্বাস করার কারণে ক্ষতির শিকার হয়ে থাকি আমরা। মানুষকে বিশ্বাস করার আগে তার সম্পর্কে জেনে নেয়া ভালো। তবে আর প্রতারণার শিকার হতে হয় না। বিশ্বাসী হিসেবে হয়তো সঠিক মানুষকে সবসময় খুঁজে পাওয়া সম্ভব নয়। কিন্তু এমন কিছু স্বভাব-বৈশিষ্ট রয়েছে, যাদের বিশ্বাস করা যেতে পারে। এমনই একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। এখন তাহলে এ ব্যাপারে জেনে নেয়া যাক।
বিচার না করে যিনি শোনেন: প্রতিটি মানুষের জীবনেই এমন বন্ধুর প্রয়োজন রয়েছে। সাধারণভাবে আপনি যখন কোনো কাজ, সম্পর্ক বা ব্যাপারে উদ্বিগ্ন থাকেন, তখন আপনার হতাশা, সমস্যা যিনি জানতে চান, বুঝতে চান কিংবা আপনার অজ্ঞাত বোধ করার জন্য যিনি বিচার করেন না, তাকে বিশ্বাস করতে পারেন। এসব স্বভাবের মানুষরা আপনাকে কখনো খারাপভাবে উপস্থাপন করে না এবং অযাচিত কোনো পরামর্শ ছাড়াই সাপোর্ট করে থাকে।
হাস্যোজ্জ্বল মানুষ: এ ধরনের মানুষ যদি আপনার সঙ্গে থাকে, তাহলে আপনি ভালো একজন বন্ধু পেয়েছেন। আপনি কখনো কোনো কঠিন পরিস্থিতিতে থাকলেও তারা আপনার মন ভালোর চেষ্টা করেন। আবার আপনার কোনো সুখবর কিংবা সাফল্যে খোলা মনে তা উদযাপন করেন। আপনার খুশিতেও ওই মানুষও খুশি বোধ করেন। এ ধরনের মানুষকে আপনি বিশ্বাস করতে পারেন।
সৎ ও প্রেমময়: অনেকেই আছেন যারা মনে এক ধরনের ভাবনা রাখেন, আর বলেন আরেক ধরনের। অর্থাৎ, অতিরঞ্জিত করে ফেলা মানুষের সঙ্গে বন্ধু ও সম্পর্ক করা ঠিক নয়। বরং সেই মানুষের সঙ্গে সম্পর্ক করা উচিত, যিনি আপনার সম্পর্কে সত্য বলবে, কোনো ভুল-ত্রুটি থাকলে সেটি বলবে এবং একইসঙ্গে সেসব কীভাবে সমাধান করা যায়, তা জানাবেন। এতে আপনার এগিয়ে যাওয়ার পথ সহজ ও সুন্দর হবে।
আপনাকে বন্ধু হিসেবে বুঝতে পারা: জীবনে বিভিন্ন কারণে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। ক্ষেত্র বিশেষ অগোছালোও হয়ে যায় জীবন। এ সময় সেই মানুষটি প্রয়োজন হয়, যিনি কিনা কোনো প্রশ্ন করা ছাড়াই আপনার পাশে হাজির থাকে, আপনাকে সাহায্য করার জন্য ছুটে আসে, সান্ত্বনা দেয় এবং নীরবে আপনার সঙ্গে বসে থাকে। যার কাছে আপনাকে কোনো কিছু ব্যাখ্যা করার প্রয়োজন হয় না। আপনার দুঃসময় বুঝতে পেরেও আপনার সঙ্গে থাকা মানুষগুলোকে আপনি বিশ্বাস করতে পারেন।
ছোট ছোট বিষয় মনে রাখা: সেই বন্ধুকে অন্ধভাবে বিশ্বাস করতে পারেন, যিনি কিনা আপনার প্রিয় আইসক্রিম, শৈশবের পছন্দের কোনো গল্প বা পোষা প্রাণীর নাম কিংবা পুরনো কোনো বিষয় মনে রাখতে পারেন। যিনি আপনার ছোট ছোট বিষয় মনে রাখেন তিনি আপনার প্রতি যত্নশীল। এ ধরনের মানুষকে বিশ্বাস করা যেতে পারে।
কোন জিনিস যা করার সময় মেয়েরা চিৎকার করে আর ছেলেরা চুপ থাকে
ঝড়ের মধ্যেও যিনি শান্ত: বিশৃঙ্খল পরিস্থিতি হলেও নিজেকে অটল রাখতে পারে এমন স্বভাবের মানুষকে বিশ্বাস করতে পারেন। এ ধরনের মানুষ যেকোনো কঠিন সময় ও পরিস্থিতিতে নিজেকে শান্ত ও স্থির রাখতে পারেন। তারা শান্তভাবে পরিস্থিতি সামাল দেয়া কিংবা নিয়ন্ত্রণ করতে পারেন। তারা কখনো আতঙ্কিত হয় না। বরং আপনি কখনো চিন্তিত বা উদ্বিগ্ন হলে আপনাকে ভাবতে সহায়তা করে। এ ধরনের মানুষকে আপনি সহজেই বিশ্বাস করতে পারেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।