আন্তর্জাতিক ডেস্ক : বিটকয়েনের মূল্য প্রথমবারের মতো ৮০ হাজার ডলার ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর ক্রিপ্টোকারেন্সির বাজার তেজি হয়ে উঠেছে। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।
ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ইলেক্ট হওয়ায় এবং সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর এবার কংগ্রেসের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে রিপাবলিকানরা।
নির্বাচনী প্রচারণায় ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি যুক্তরাষ্ট্রকে “বিশ্বের ক্রিপ্টো রাজধানী”তে পরিণত করবেন। এর ফলশ্রুতিতেই বিটকয়েনের দামে উর্ধ্বগতি দেখা যাচ্ছে।
বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম এ বছর ৮০% এর বেশি বেড়েছে। ট্রাম্পের সমর্থক টেক জায়ান্ট ইলন মাস্কের “ডোজকয়েন”সহ অন্যান্য ক্রিপ্টোকারেন্সিগুলোও ব্যাপক লাভ করছে।
নির্বাচনের আগে ট্রাম্প বলেছিলেন, তিনি একটি কৌশলগত বিটকয়েন মজুত গড়ে তুলবেন। পাশাপাশি ডিজিটাল সম্পদবান্ধব আর্থিক কর্তৃপক্ষ নিয়োগ দেবেন। তার এ প্রতিশ্রুতি ক্রিপ্টো শিল্পের ওপর বিধিনিষেধের কমাতে পারে।
ট্রাম্প আরও বলেছিলেন, প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর তার প্রথম কাজগুলোর একটি হবে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) বর্তমান চেয়ারম্যান গ্যারি গেন্সলারকে বরখাস্ত করা।
২০২১ সালে জো বাইডেন গ্যারি গেন্সলারকে নিয়োগ দেন। গেন্সলার ক্রিপ্টো শিল্পের ওপর এসইসির মাধ্যমে কঠোর বিধিনিষেধ দিয়েছেন।
স্টোনএক্স ফিন্যান্সিয়ালের বাজার বিশ্লেষক ম্যাট বলেন, “ট্রাম্প প্রশাসন যদি ক্রিপ্টো শিল্পের ওপর নিয়ন্ত্রণ শিথিল করে, তাহলে বিটকয়েনের দাম ১ লাখ ডলার পর্যন্ত উঠে যেতে পারে।”
তবে তিনি সতর্ক করে বলেন যে, এই পরিবর্তনের ফলে ক্রিপ্টোকারেন্সির মূল্য ওঠানামা করতে পারে—যা ছোট বিনিয়োগকারীদের জন্য ঝুঁকি তৈরি করতে পারে।
ট্রাম্পের নির্বাচনী এজেন্ডায় কর কমানো ও ব্যবসার ওপর নিয়ন্ত্রণ কমানোর পরিকল্পনা রয়েছে। তিনি নির্বাচনে জেতার পর থেকে বিভিন্ন খাতে বিনিয়োগ বেড়েছে। গত কয়েকদিনে প্রধান সব স্টক সূচক, ডলার ও মার্কিন বন্ডের মূল্যও বেড়েছে।
সাদা টাইট সুট পরে উদ্দাম ড্যান্স দিলেন সুনিতা বেবি, ঝড়ের গতিতে ভাইরাল
সরকারের নির্বাহী বিভাগ তো রিপাবলিকানদের নিয়ন্ত্রণে এসেছেই, আইনসভাও খুব সম্ভব তাদের নিয়ন্ত্রণেই আসছে। ফলে রিপাবলিকানরা ট্রাম্পের চিন্তাধারা কার্যকর করে আইন আকারে পাস করার ক্ষমতা পাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।