ইতিহাসের সর্বোচ্চ মূল্যে বিটকয়েন, দাম ছাড়ালো এক লাখ ডলার

আন্তর্জাতিক ডেস্ক : ইতিহাসে এই প্রথম সর্বোচ্চ মূল্যে এক লাখ মার্কিন ডলার ছাড়িয়েছে বিটকয়েনের দাম। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পরই বিটকয়েনের দাম ধারাবাহিকভাবে বাড়তে শুরু করেছে। বিটকয়েনের দাম এক লাখ ডলারে উঠে যাওয়ায় ক্রিপ্টোকারেন্সি ভক্তরা উল্লাস প্রকাশ করেছেন।

 বিটকয়েন

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বালা হয়, ট্রাম্পের একটি ঘোষণা অনুঘটক হিসেবে কাজ করেছে বিটকয়েনের দাম এক লাখ ডলারে ওঠার পেছনে। সেটা হলো, যুক্তরাষ্ট্রের সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক কমিশনার পল অ্যাটকিন্সকে ওয়াল স্ট্রিটের নিয়ন্ত্রক হিসেবে মনোনয়ন দেয়া। তিনি ক্রিপ্টোকারেন্সি বান্ধব হিসেবে পরিচিত। বর্তমানে এসিইসির কমিশনার গ্যারি জেন্সলারের তুলনায় তিনি অধিকতর বিটকয়েক বান্ধব।

সামগ্রিকভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায়, বিটকয়েনের দাম বৃদ্ধি ক্রিপ্টোকারেন্সির প্রতি মানুষের আস্থার প্রতীক হিসেবে বিবেচিত। সম্প্রতি বিটকয়েনের দাম বৃদ্ধি মানে ক্রিপ্টোকারেন্সির প্রতি মানুষের আস্থা বাড়ছে। বিটকয়েনের মূল্যবৃদ্ধি পাওয়ায় ক্রিপ্টোকারেন্সির বাজারে এর মূলধন বেড়েছে।

TYPE 00: জাগুয়ারের ভবিষ্যতের বৈদ্যুতিক গাড়ির ধারণা

কয়েন মার্কেট ক্যাপের তথ্যানুসারে, ক্রিপ্টোকারেন্সির বর্তমান বাজারে মোট মূলধন প্রায় ৩ দশমিক ৩ ট্রিলিয়ন বা ৩ লাখ ৩০ হাজার কোটি ডলার।