বিনোদন ডেস্ক : ‘বলিউড বাদশাহ’খ্যাত অভিনেতা শাহরুখ খান। সর্বশেষ তাকে ২০১৮ সালে দেখা গিয়েছিল ‘জিরো’ সিনেমায়। দীর্ঘ চার বছর পর ‘পাঠান’ সিনেমার মাধ্যমে বলিউডে ফিরছেন শাহরুখ।
আর কয়েক সপ্তাহ পরেই আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাবে ‘পাঠান’। তবে সিনেমাটির প্রথম গান ‘বেশরম রং’ মুক্তির পরপরই আলোচনার পাশাপাশি তীব্র সমালোচনার মুখেও পড়ে। এই গানে দীপিকা পাড়ুকোনের পোশাক অশ্লীলতার মাত্রা ছাড়িয়েছে বলে অভিযোগ অনেকের। এছাড়া উত্তেজক গানে দীপিকার গেরুয়া রঙের বিকিনি পরায় সিনেমাটির বিরুদ্ধে হিন্দু ধর্মের ভাবাবেগকে আঘাত করারও অভিযোগ উঠেছে। সিনেমাটি বয়কটের ডাকে সরব হয়েছেন মধ্যপ্রদেশ-মহারাষ্ট্র্রের বিজেপি নেতা-মন্ত্রীরা।
এদিকে এই বিতর্কের মাঝেই মুক্তি পায় পাঠানের নতুন গান ‘ঝুমে জো পাঠান’। পাঠান বিতর্ককে দূরে সরিয়ে এই গানে শাহরুখ-দীপিকার অনস্ক্রিন কেমিস্ট্রি আবারও মনে জিতে নিয়েছে ভক্তদের।
এছাড়া শাহরুখ ভক্তদের জন্য আরো একটি দারুন খবর হলো, বিতর্কের মাঝেই ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন একটি রেকর্ড গড়েছে ‘পাঠান’। প্রথমবার আইসিই ফরম্যাটে ভারতীয় সিনেমা হিসেবে মুক্তি যাচ্ছে শাহরুখের কামব্যাক সিনেমা ‘পাঠান’।
বলিউডের বাদশার মতোই কামব্যাক মুভিতে নতুন ইতিহাস গড়ে ফেললেন শাহরুখ। দিল্লির দুটি পিভিআর-এ আইসিই ফরম্যাটে ‘পাঠান’ মুক্তি পেতে যাচ্ছে। আইসিই প্রযুক্তিতে মেইন স্ক্রিনের পাশে দুটি সাইড প্যানেল থাকে। যার ফলে পেরিফেরিয়াল ভিশন পাওয়া যায়, যা দর্শককে ব্যাকগ্রাউন্ডের রং, মোশন সবটুকুকে আরও ভালোভাবে উপভোগ করার সুযোগ দেবে।
সিনেমাটি নিয়ে বিতর্কের ঝড় অব্যাহত থাকলেও সিনেমাপ্রেমী মানুষজন ‘পাঠান’ নিয়ে উচ্ছ্বসিত, তা বোধহয় ভালোভাবেই বুঝে গেছে প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস। প্রতিষ্ঠানটির ডিস্ট্রিবিউশন বিভাগের ভাইস প্রেসিডেন্ট রোহন মলহোত্রা ভারতীয় একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘যশরাজ ফিল্মস যেকোনো ধরনের উন্নত প্রযুক্তিকে গ্রহণ করতে চায়।
আনুশকার স্লিভলেস ব্লাউজে দেখা গেল ক্লিভেজ, তুমুল ভাইরাল ভিডিও
চলচ্চিত্রপ্রেমীদের মনোরঞ্জনের জন্য সব রকম ব্যবস্থা করতে তৈরি যশরাজ ফিল্মস। আমরা গর্বিত যে, পাঠানের মতো সিনেমা দিয়েই ভারতে প্রথমবার আইসিই ফরম্যাটে সিনেমা মুক্তি দিয়ে নতুন রেকর্ড গড়তে চলেছি। এই সিনেমা দেখে দর্শক নতুন অভিজ্ঞতা লাভ করবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।