বিনোদন ডেস্ক : পটুয়াখালী জেলার কলাপাড়ার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়িতে অগ্নিকাণ্ডের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের এক স্ট্যাটাসে এ অভিযোগ করেন তিনি।
স্ট্যাটাসে কাফি লেখেন, “মধ্য রাতে আমার বাড়ির ঘর-রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে। কোন দেশের জন্য, কাদের জন্য কথা বলেছিলাম! যুদ্ধ করেছিলাম এবং করছি। নিরাপত্তা পাইনি।”
২০১৯ সাল থেকে ভিডিও কনটেন্ট তৈরির কাজ শুরু করেন নুরুজ্জামান কাফি। বিশেষ করে বরিশালের আঞ্চলিক ভাষায় নির্মিত তার ভিডিওগুলোতে হাস্যরসের মধ্য দিয়ে দেশের বিভিন্ন সংকট, অসংগতি, দুর্নীতি, ও অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ উঠে আসে।
সম্প্রতি, অমর একুশে বইমেলা-২০২৫-এ তার লেখা দুইটি বই প্রকাশিত হয়েছে। নিয়মিত মেলায় উপস্থিত থাকলেও কিছু আলোচনা-সমালোচনার মুখে পড়েন তিনি।
সম্প্রতি বইমেলায় এক বান্ধবীর হাত ধরার ঘটনাকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়েন কাফি। বিষয়টি নিয়ে তিনি মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করে দুঃখ প্রকাশ করেন।
ভিডিওতে তিনি বলেন, “আমার সঙ্গে অন্যায় করা হচ্ছে। যে যা পাচ্ছেন তাই নিয়ে সমালোচনা করছেন। একটা নাটকের ক্লিপ থেকে স্ক্রিনশট নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে।”
তিনি আরও বলেন, “বইমেলায় এক বান্ধবীর হাত ধরেছি, সেটা নিয়ে এত দূর আসার কথা না। তবুও আমি সরি বলেছি, এখনো বলছি। বইমেলার মতো একটা জায়গায় হাত ধরা ঠিক হয়নি।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।