থাইল্যান্ডের সুন্দরী প্রতিযোগিতা মিস গ্র্যান্ড প্রাচুয়াপ খিরি খান ২০২৬-এর মুকুট জয়ের মাত্র একদিন পরই খেতাব হারালেন সুপান্নি নয়ননথং। অনলাইনে তার একাধিক বিতর্কিত ভিডিও ফাঁস হওয়ার পর আয়োজক কমিটি প্রতিযোগিতার নীতি ও মূল্যবোধের সঙ্গে অসঙ্গতি দেখিয়ে খেতাব বাতিল করে।
নিউ স্ট্রেইটস টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ২০ সেপ্টেম্বর মুকুট জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সুপান্নির ই-সিগারেট খাওয়া, সেক্স টয় ব্যবহার এবং স্বচ্ছ লাঞ্জারি পরে নাচের ভিডিও ছড়িয়ে পড়ে। পরদিন (২১ সেপ্টেম্বর) আয়োজক কমিটি তার পদ বাতিলের ঘোষণা দেয়।
এক বিবৃতিতে আয়োজকরা জানান, ‘মিস গ্র্যান্ড প্রাচুয়াপ খিরি খান ২০২৬ খেতাবজয়ী সুপান্নি নয়ননথং প্রতিযোগিতার চেতনা ও নীতিমালার সঙ্গে অসঙ্গতি কার্যকলাপে জড়িত ছিলেন। তাই তার পদ বাতিল করা হয়েছে।’
২৭ বছর বয়সি এই সুন্দরী ফেসবুকে এক পোস্টে ক্ষমা চেয়ে বলেন, অতীতে অর্থনৈতিক সংকটের কারণে তিনি নগ্ন ফটোশুট ও ভিডিওতে অংশ নিয়েছিলেন। করোনা মহামারির সময় অসুস্থ মায়ের চিকিৎসা চালাতে বাধ্য হয়ে ‘ওনলি ফ্যানস’-এ কনটেন্ট তৈরি করেন তিনি। তবে ওই কনটেন্টগুলো তার অনুমতি ছাড়া অবৈধ জুয়া সাইটে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করে মামলা করার ঘোষণা দেন সুপান্নি।
তিনি লেখেন, এটি আমার জন্য বড় শিক্ষা। এখন থেকে আমি নিজের আচরণের দায়িত্ব সম্পর্কে সম্পূর্ণ সচেতন। আমি নিজেকে ভালো করার প্রতিশ্রুতি দিচ্ছি, যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে।
২৩ সেপ্টেম্বর এক টেলিভিশন অনুষ্ঠানে পরিচালক কাঞ্চি ও এক আইনজীবীর সঙ্গে উপস্থিত হয়ে তিনি মুকুট ধরে রাখার সুযোগ চান। এ সময় আইনজীবী চুক্তির একটি ধারা নিয়ে প্রশ্ন তোলেন, যেখানে স্পষ্টভাবে অশালীন ছবি বা ভিডিও নিষিদ্ধ করা হয়েছে। সুপান্নি স্বীকার করেন, তিনি চুক্তিটি পড়েননি এবং ওই ধারা সম্পর্কে জানতেন না। আইনজীবী সতর্ক করে বলেন, এই অভিযোগে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড হতে পারে, যা শুনে বিস্মিত হন তিনি।
ঘটনাটি থাই সমাজে ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছে। কেউ কেউ সহানুভূতির আহ্বান জানাচ্ছেন, আবার অনেকেই শাস্তির দাবি তুলছেন। আয়োজক কমিটি ভেবে দেখার ইঙ্গিত দিলেও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।