জুমবাংলা ডেস্ক : ভালো ফলন ও লাভ বেশি হওয়ায় গোপালগঞ্জে ছোট জাতের করলা চাষে ঝুঁকছেন চাষিরা। কৃষকরা বলছে, অন্য ফসলের চেয়ে চারগুণ বেশি লাভ এই সবজিতে। ফলে ব্যাপকহারে বেড়েছে করলা চাষ। মাটিতে জৈব পদার্থ বেশি থাকায় এ অঞ্চলের করলার স্বাদ ভালো হওয়ায় চাহিদাও বেশি বলে জানিয়েছে কৃষি বিভাগ।
পরিবারের সদস্যদের নিয়ে ক্ষেত থেকে ছোট জাতের করলা বা উচ্ছে সংগ্রহে ব্যস্ত গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সিংগা গ্রামের চাষিরা। ভালো ফলন ও দাম পাওয়ায় উচ্ছ্বসিত তারা।
কৃষকরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকলে এবারে হেক্টর প্রতি করলার ফলন হবে ২৫ থেকে ৩০ মেট্রিক টন। গড়ে ৪০ টাকা কেজি দরে বিক্রি করতে পারলে হেক্টর প্রতি সম্ভাব্য লাভ ৮ থেকে ৯ লাখ টাকা। তাই কারলা চাষে আগ্রহ বাড়ছে চাষিদের।
জেলার চাহিদা মিটিয়ে করলা পাঠানো হচ্ছে রাজধানী ঢাকাসহ ১৫টি জেলায়। ভালো উৎপাদনে সন্তুষ্টি প্রকাশ করে কৃষি বিভাগের আশা, কৃষকরা লাভের মুখ দেখায় আগামীতে জেলাজুড়ে করলা চাষ ছড়িয়ে পড়বে।
গোপালগঞ্জ কৃষিসম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক কৃষিবিদ আব্দুল কাদের সরদার বলেন, কম খরচে বেশি লাভ হওয়ার কারণে কৃষকরা করলা চাষে ঝুঁকছেন। কৃষি সম্প্রসারণ অধিদফতরের মাঠ পর্যায়ের কর্মকর্তা সব সময় কৃষকদের পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাচ্ছে।
কৃষি বিভাগ জানিয়েছে, এ বছর জেলায় ৫০০ হেক্টর জমিতে দুই জাতের করলার চাষ হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।