Advertisement
বিভাগ ঘোষণার দাবিতে নোয়াখালী উত্তাল হয়ে উঠেছে। জেলা শহর মাইজদীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে সম্মিলিত সাধারণ জনগণ।
শুক্রবার জুমার নামাজের পরে মাইজদীতে নোয়াখালী জেলা জামে মসজিদ থেকে একযোগে এ বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সুপার মার্কেটের সামনে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, বৃহত্তর নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সভাপতি সাইফুর রহমান রাসেল, সদর উপজেলা শাখার সভাপতি ও নোয়াখালী মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আরাফাত, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান সীমান্ত, তুষার ও ইয়াসিন আরাফাতসহ আরও অনেকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।