কক্সবাজারে জাতীয় নাগরিক পার্টির নেতা নাসির উদ্দিন পাটোয়ারী সত্য উন্মোচন করায় বিভিন্ন স্থানে বাধার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
আজ রোববার রাতে চট্টগ্রামে জুলাই পদযাত্রার সমাবেশে একথা বলেন নাহিদ ইসলাম।
এ সময় তিনি আরও বলেন, ‘চট্টগ্রাম থেকেই ফ্যাসিস্টদের উৎখাত আন্দোলন বেগবান হয়েছে। নতুন করে আর কোনো ফ্যাসিস্টকেই ফিরতে দেওয়া হবে না।’
চট্টগ্রাম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের দুয়ার উল্লেখ করে তিনি আরও বলেন, ‘দেশি-বিদেশি কোনো পরাশক্তির চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র সহ্য করা হবে না।’
সমাবেশে এনসিপির দক্ষিণাঞ্চলের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ জানান, এই দেশ কারো একার না। এই দেশে সকলের অধিকার আছে। বাংলাদেশের প্রত্যেক মানুষ এই ৫৬ হাজার বর্গমাইলে সবাই ন্যায্য হিস্যা নিয়ে থাকবে। রাজার ছেলে রাজা হবে, প্রজার ছেলে প্রজা হবে, এই নিয়ম বাংলাদেশে থাকবে না।
পরে রাত সাড়ে আটটার দিকে সমাবেশ শেষ হয়। শেষদিকে মঞ্চ থেকে কেন্দ্রীয় নেতাদের সাথে নামতে গিয়ে কিছুটা হুড়োহুড়ি তৈরি হয়। পরে পুলিশ ও স্বেচ্ছাসেবকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে যায়যায়দিন পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান খোরশেদ আলম শামীম জানিয়েছেন, হুড়োহুড়িতে তাঁদের ফটো সাংবাদিক মো. মাসুম চোট পেয়েছেন।
এর আগে সন্ধ্যে ৭টার দিকে নগরীর বহদ্দার হাট থেকে জুলাই পদযাত্রা শুরু করে এনসিপি নেতা। চট্টগ্রামে জুলাই পদযাত্রায় এনসিপির কেন্দ্রীয় নেতা হাসনাত আবদুল্লাহ, ডা. তাসনীম জারা, আকতার হোসেন, নাসির উদ্দিন পাটোয়ারী, সার্জিস আলম উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।