জুমবাংলা ডেস্ক : নরসিংদীর পলাশ উপজেলার শীতলক্ষ্যা নদীর তীরে উচ্ছেদ অভিযান চালিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। রোববার দিনব্যাপী চালানো এই অভিযানে তিন শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।
এদিকে বিআইডব্লিউটিএর এই উচ্ছেদ অভিযানে বেশ চটেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান। তার দাবি, ঘুস না পেয়ে এই অভিযান চালানো হয়েছে।
রোববার উপজেলার ঘোড়াশাল সাদ্দাম বাজার পরিদর্শন করেন মঈন খান। বিআইডব্লিউটিএর অভিযানে ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে সাক্ষাৎ করতেই তিনি সেখানে যান। পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘পতিত সরকারের ঘাপটি মেরে থাকা দোসররা ঘোড়াশালের দরিদ্র মানুষের ওপর জুলুম-অত্যাচার করেছে।’
মঈন খান বলেন, ‘দুর্নীতিবাজ বিআইডব্লিউটিএ গত ১৫ বছরে হাজার হাজার কোটি টাকার বালু লুটপাট ও দুর্নীতি করেছে। তারা আজকে ঘোড়াশাল-পলাশে এসে আইন দেখাতে চায়। কিসের আইন? দরিদ্র মানুষদের শোষণ করা কি কোনো দেশের আইন হতে পারে। তারা নিরীহ মানুষদের কাছ থেকে ঘুস না পেয়ে অন্যায়ভাবে তাদেরকে উচ্ছেদ করেছে। এ ধরণের কার্যক্রম বর্তমান সরকারকে বিপাকে ফেলবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।