বিয়ের এক সপ্তাহের মধ্যেই প্রেগনেন্সির গুঞ্জন, যা জানালেন সোনাক্ষী

Sonakshi Sinha

বিনোদন ডেস্ক : দীর্ঘ দিন সম্পর্কে থাকার পরে অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। তবে বিয়ের মাত্র এক সপ্তাহের মধ্যেই গুঞ্জন উঠেছে, অন্তঃসত্ত্বা সোনাক্ষী!

Sonakshi SinhaSonakshi Sinha

জানা গেছে, বিয়ের প্রথম সপ্তাহেই হাসপাতালে দেখা গেছে নবদম্পতিকে। আর এরপর থেকেই ভক্ত-অনুরাগীদের মাঝে সন্দেহ দেখা দিয়েছে। তারা বলতে শুরু করেছেন, অন্তঃসত্ত্বা হওয়ার কারণেই হাসপাতালে ছুটে গেছেন তারা।

এবার গুজব নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। দাম্পত্য জীবন প্রসঙ্গে তিনি বলেন, ‘এর চেয়ে ভালো জীবন আর কখনো ছিল না। তবে মজার ব্যাপার হলো আমার অনুভূতিটা আগের মতোই রয়েছে। আমি খুশি যে বিয়ের আগে আমার যে জীবন ছিল, এখনও একইরকম আছে। আর কাজে ফিরতে পেরে আমি খুব খুশি।’

এরপরই তিনি তার অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা উড়িয়ে দিয়ে বলেন, ‘একমাত্র পরিবর্তন হলো আমি এখন হাসপাতালে যেতে পারি না কারণ আমি হাসপাতালের বাইরে পা রাখলেই সবাই মনে করে আমি গর্ভবতী।’

আসলে গুঞ্জন সত্য নয়। ঘটনা হচ্ছে- জ্বরের জন্য হাসপাতালে ভর্তি ছিলেন শত্রুঘ্ন সিনহা। তাকে দেখতেই সোনাক্ষী ও জাহিরের হাসপাতালে যাওয়া।

তৃণমূল সাংসদের পুত্র লব সিনহা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমার বাবার প্রচণ্ড জ্বর ছিল এবং আমরা তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম যাতে তিনি সুস্থ হয়ে উঠতে পারেন।’

উল্লেখ্য, ঘরোয়া আয়োজনে পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে জাহির ইকবালকে বিয়ে করেন সোনাক্ষী। সালমান খানের পার্টিতে আলাপ হয় দুজনের। সেখান থেকেই প্রেম শুরু। সালমানের ঘনিষ্ঠ বন্ধু ইকবাল রতনসির পুত্র জাহির। সেই অর্থে ভাইজানের বউমা হয়েছেন সোনাক্ষী।

স.হ.বা.সের সময় ছেলেরা কেন ঘরের আলো নিভিয়ে দেয়

সালমানের হাত ধরে বলিউড জার্নি শুরু হয় সোনাক্ষীর, তেমনই ভাইজানের প্রযোজনায় তৈরি নোটবুক সিনেমার সঙ্গেই অভিনয় ক্যারিয়ার শুরু জাহিরের। হুমা কুরেশির সহ-প্রযোজনায় ‘ডাবল এক্সএল’ সিনেমাতে একসঙ্গে অভিনয় করেন এই জুটি। তাদের বিয়েতে হাজির ছিলেন সালমান খানও।