বিয়ের ২ বছর হবার আগেই স্বামীকে হারালেন অভিনেত্রী

জনপ্রিয় অভিনেত্রী পৌষমিতা গোস্বামী

বিনোদন ডেস্ক : বিয়ের দুই বছর পূর্ণ হওয়ার আগেই স্বামীকে হারালেন ভারতীয় বাংলা টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী পৌষমিতা গোস্বামী। শুক্রবার (১২ জানুয়ারি) হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার বর অর্ণব রায়।

জনপ্রিয় অভিনেত্রী পৌষমিতা গোস্বামী

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, পৌষমিতার স্বামী অর্ণব রায় কলকাতার শোবিজ অঙ্গনের পরিচিত মুখ। অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্টের কার্যনির্বাহী প্রযোজক হিসেবে কাজ করেছেন অর্ণব। টলিপাড়ার অন্যতম জনপ্রিয় ইপি ছিলেন অর্ণব। তার হাত ধরে উঠে এসেছেন অনেক নামি তারকা। ‘বকুল কথা’, ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’, ‘তুঁতে’-এর মতো প্রজেক্টের সঙ্গে যুক্ত ছিলেন অর্ণব।

‘সাঁঝের বাতি’ ধারাবাহিকে কাজ করতে গিয়ে পরিচয় হয় অর্ণব-পৌষমিতার। তারপর মনের লেনাদেনা। ভালোবেসে পরস্পরের হাত ধরার সিদ্ধান্ত। ২০২১ সালে রেজিস্ট্রি বিয়ে করেন অর্ণব-পৌষমিতা। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ধুমধাম করে সাতপাকে বাঁধা পড়েন এই দম্পতি। কিন্তু আকস্মিকভাবে থমকে গেলো তাদের পথচলা।

শরীর গরম করে দেবার মত ওয়েব সিরিজ, ভুলেও কারও সামনে দেখবেন না

‘বাঘ বন্দি খেলা’, ‘ওগো নিরুপমা’, ‘সাঁঝের বাতি’, ‘শ্রীময়ী’, ‘মিঠিঝোরো’সহ অনেক ধারাবাহিকে অভিনয় করেছেন পৌষমিতা।