বিয়ের ৪ মাসেই যমজ সন্তানের মা হলেন শাহরুখের নায়িকা

অভিনেত্রী নয়নতারা

বিনোদন ডেস্ক : ভারতের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা মা হয়েছেন। শাহরুখের সঙ্গে অভিনয় করে আলোচনায় আসা এ নায়িকা যমজ সন্তানের মা হয়েছেন। বিয়ের মাত্র চার মাস পর সন্তান আসার খবর দিলেন তিনি। নয়নতারার বিয়ে হয়েছে পরিচালক ভিগনেশ শিবানের সঙ্গে। তিনি টুইটারে সবাইকে চমকে দিয়ে এ সুখবর দিয়েছেন। শুধু তাই নয়, ছেলেদের প্রথম ঝলকও প্রকাশ্যে এনেছেন ভিগনেশ।

অভিনেত্রী নয়নতারা

গত ৯ জুন ধুমধাম করে বিয়ের পর্ব সেরেছিলেন শাহরুখ খানের ‘জওয়ান’খ্যাত এ নায়িকা। চার মাস না যেতেই তার সন্তানের খবরে অনেকেই অবাক হয়েছেন।

এদিন টুইটারের দেয়ালে ভিগনেশ লেখেন— ‘নয়ন এবং আমি মা-বাবা হয়েছি। যমজ পুত্রসন্তান এসেছে আমাদের ঘরে। আমাদের সব প্রার্থনা, আমাদের পূর্বপুরুষদের আশীর্বাদ এবং যা কিছু ভালো তা একসঙ্গে মিলিত হয়ে আমাদের জন্য আশীর্বাদ হিসেবে এসেছে এ দুই সন্তান। আপনাদের সবার আশীর্বাদ চাই’।

প্রসঙ্গত, ভারতের বিখ্যাত পরিচালক ভিগনেশের সঙ্গে নয়নতারার প্রেম শুরু ‘নানুম রাউড়িধান’ ছবির সেটে। ২০১৫ সাল থেকে গভীর সম্পর্কে রয়েছেন তারা। গত বছর এক টেলিভিশন শোতে নয়নতারা জানিয়েছিলেন ইতোমধ্যে বাগদান সেরে ফেলেছেন তারা।

বিয়ে না করলেও নয়নতারা ও ভিগনেশ দীর্ঘদিন এক ছাদের তলায় থেকেছেন। ৯ জুন মহাবলীপুরমের শেরাটন পার্ক রিসোর্টে পরিণতি পায় এ প্রেমের গল্প। সেই বিয়ের আসরে হাজির ছিলেন রজনীকান্ত থেকে শাহরুখ খান সবাই।

নিজেদের সন্তানদের জন্ম সম্পর্কে বিস্তারিত কিছুই জানাননি ভিগনেশ। সারোগেসির মাধ্যমে মা-বাবা হয়েছেন নবদম্পতি নাকি অন্তঃসত্ত্বা ছিলেন শাহরুখের ‘জওয়ান’ নায়িকা, তা স্পষ্ট নয়।

ইউটিউবে বিজ্ঞাপন ছাড়া ভিডিও দেখার নতুন উপায়

দুই সন্তানের ছবি প্রকাশ্যে আসতেই ভারতীয় সিনেমা মহলের কলাকুশলীরা শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন নতুন বাবা-মাকে। দক্ষিণের তারকারা তো বটেই বলিউডও শুভেচ্ছা জানিয়েছেন নয়নতারা ও ভিগনেশকে।