বিয়ের ৬ বছর পর বিবাহ বিচ্ছেদ হল স্বাগতার

রাশেদ-স্বাগতা

বিনোদন ডেস্ক : বছরের একেবারে শেষ সময়ে এসে আরও একটি বিচ্ছেদের খবর এলো। অভিনেত্রী স্বাগতার ছয় বছরের সংসারের ইতি ঘটেছে । মানে চিত্রগ্রাহক স্বামী রাশেদ জামানের সঙ্গে সংসার নেই তার। বিচ্ছেদের খবর স্বাগতা নিজেই নিশ্চিত করেছেন।

রাশেদ-স্বাগতা

স্বাগতা জানান,আমাদের বোঝাপড়ায় সমস্যা চলছিল দীর্ঘদিন ধরেই। কোনো ভাবেই আর একসঙ্গে থাকা সম্ভভ হচ্ছিল না। তাই আমাদের দুই পরিবার মিলেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে।

সাত বছর প্রেম করার পর ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর তারা বিয়ে করেন। ছয় বছর সংসার শেষ ২০২১ সালের ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে স্বামী চিত্রগ্রাহক রাশেদ জামানের সঙ্গে বিচ্ছেদ হয় বলে জানান স্বাগতা।

নীল শর্ট ড্রেসে উন্মুক্ত ক্লিভেজ, নোরা ফাতেহির নতুন ছবি তুমুল ভাইরাল

অভিনেত্রীর ভাষ্য, যখন দেখলাম, কোনোভাবে সম্ভব হচ্ছে না, তখনই আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই। দুজনই ভেবেছি, অস্বাস্থ্যকর সম্পর্ক নিয়ে এগিয়ে যাওয়ার চেয়ে দুজনের বিচ্ছেদটা উত্তম। আমাদের পরিবারের সঙ্গেও কথা বলি। তারাও সম্মত হয়। এরপর যথাযথ নিয়ম মেনে আমরা সম্পর্কের ইতি টানি।’