বিয়ের আগে হাসির সৌন্দর্য বাড়াতে সার্জারি, প্রাণ গেল যুবকের

হাসির সৌন্দর্য

আন্তর্জাতিক ডেস্ক : হাসির সৌন্দর্য বাড়াতে সার্জারি করতে গিয়ে ভারতের এক যুবকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার হায়দ্রাবাদের জুবিলি হিলস শহরের এফএমএস ইন্টারন্যাশনাল ডেন্টাল ক্লিনিকে সার্জারি করার সময় ২৮ বছর বয়সী লক্ষ্মী নারায়ণ বিঞ্জমের মৃত্যু হয় বলে জানায় স্থানীয় পুলিশ। সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুসারে, আগামী মাসেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছিলেন লক্ষ্মী নারায়ণ। নিহতের বাবার দাবি, অ্যানেসথেসিয়া ওভারডোজের কারণে তার ছেলের মৃত্যু হয়েছে।

হাসির সৌন্দর্য

বাবা রামুলু বিঞ্জম বলেন, সার্জারি চলাকালীন তার ছেলে জ্ঞান হারিয়ে ফেললে ক্লিনিকের কর্মচারী তাকে ফোন করে ক্লিনিকে আসতে বলেন। আমরা তাকে কাছেই এক হাসপাতালে নিয়ে যাই। সেখানে যাওয়ার পরই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ’

রামুলু বিঞ্জম আরও বলেন, ছেলের সার্জারির বিষয়ে তারা কিছুই জানতেন না। তার কোনো ধরনের স্বাস্থ্যগত সমস্যা ছিল না। তার মৃত্যুর জন্য চিকিৎসকদেরই দায়ী করছেন তিনি।

জুবিলি হিলসের স্টেশন হাউস অফিসারকে ভেঙ্কটেশ্বর রেড্ডি বলেন, লক্ষ্মী নারায়ণ গত ১৬ ফেব্রুয়ারি দুপুর ২টা ৩০ মিনিটের দিকে ক্লিনিকে পৌঁছান। বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে তাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়। প্রায় দুই ঘণ্টা ধরে সার্জারি চলে। প্রায় ৭টার দিকে ক্লিনিক কর্তৃপক্ষ তার বাবাকে ফোন করে ডাকে। এরপরই তাকে তাৎক্ষণিকভাবে জুবিলি হিলসের অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

ভেঙ্কটেশ্বর রেড্ডি আরও বলেন, তার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রায় এক সপ্তাহ আগে লক্ষ্মী নারায়ণের বাগদান হয় এবং আগামী মাসে তার বিয়ে হওয়ার কথা ছিল।

অন্তরঙ্গ দৃশ্যে ভরপুর এই ওয়েব সিরিজ, ভুলেও কারও সামনে দেখবেন না

নিহতের পরিবার অভিযোগ করার পর ক্লিনিকের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। পুলিশ বলেছে, হাসপাতালের রেকর্ড ও সিসি ক্যামেরার ফুটেজ যাচাই করা হচ্ছে।