লাইফস্টাইল ডেস্ক : বিয়ের আগে নানা ধরনের উত্তেজনা কাজ করে মেয়েদের মধ্যে। অনেকের মধ্যে জন্ম নেয় বিভিন্ন সংশয়! বিশেষ করে বিয়ের পরে জীবন কেমন হতে পারে, তা নিয়ে বহু প্রশ্নই থাকে অনেকের মনে।
সাম্প্রতিক এক সমীক্ষায় উঠে এসেছে বিয়ের আগে মেয়েরা সবচেয়ে বেশি কোন বিষয় নিয়ে জানতে চায়।
জানা গেছে, বিয়ের আগে মেয়েরা প্রথমেই নজর দেয় নিজেদের সাজপোশাকের বিষয়ে। সে কারণে রূপচর্চার ওয়েবসাইটগুলোতে তারা অনেকক্ষণ সময় দেয়। ফলে অনেকের ক্ষেত্রে বেড়ে যায় অনলাইনে কেনাকাটার হার।
আবার বহু মেয়ের ক্ষেত্রেই দেখা যায়, তারা বিয়ের আগে নতুন রেসিপি শেখার চেষ্টা করে। নতুন জায়গায় গিয়ে রান্নার দায়িত্ব সামলাতে তারা আগে থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করে ।
শুধু ছেলেরা নন, মধুচন্দ্রিমায় কোথায় বেড়াতে যাবে, সে বিষয়ে ভাবতে শুরু করে মেয়েরাও। রীতিমত পছন্দের জায়গাগুলোর সন্ধান চালান তারা। তাই দেখা গেছে, বিয়ের আগে বিভিন্ন ট্রাভেল ওয়েবসাইটে তাদের যাতায়াত বেড়ে যায়।
অনেক বাড়িতেই দেখা যায়, বিয়ের এক বছর পর পর্যন্ত মেয়েরা চুল কাটতে পারেন না। তাই বিয়ের আগে অনেক মেয়েই চুল কাটিয়ে নেয়। এ বিষয়ে খোঁজ নেওয়ার প্রবণতাও বাড়ে। তাছাড়া বাড়ে লম্বা চুলের যত্নের বিষয়ে খোঁজখবর নেওয়ার প্রবণতা।
এ সময়ে সুস্থ যৌ..নসম্পর্কের বিষয়েও অনেক মেয়ে ইন্টারনেটে খোঁজ নেয়। বিশেষ করে যৌনস্বাস্থ্য বিষয়ক নানা বিষয়ের খোঁজ নেয় তারা। তাছাড়া গর্ভ নিরোধকের ব্যবহার জানা, গর্ভ নিরোধক সংক্রান্ত বিষয়ে সচেতন হওয়ারও চেষ্টা করে।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.