বিনোদন ডেস্ক : বলিউড দর্শকপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ান ও দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলার সঙ্গে প্রেমের গুঞ্জনে মুখর বি-টাউন। চলতি সপ্তাহে দুবাই এক আন্তর্জাতিক পুরস্কার অনুষ্ঠানে ছেলের বউ হিসেবে একজন ভালো ডাক্তার চাই। তখন সবাই শ্রীলীলার দিকে তাকিয়ে ইঙ্গিত করে। অভিনেতার মায়ের এমন মন্তব্যে দুইয়ে দুইয়ে চার মেলাতে ব্যস্ত গণমাধ্যমগুলো।
এই জল্পনার রেশ কাটতে না কাটতে নতুন ঘটনা রটেছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিছু পোস্টে দাবি করা হচ্ছে, শ্রীলীলার এক ছেলে ও এক মেয়ে রয়েছে! এ খবর শুনে চোখ কপালে উঠেছে কার্তিক অনুরাগীদের।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে অভিনেত্রী একটি অনাথ আশ্রম গেলে ‘গুরু’ ও ‘শোভিতা’কে দেখে তাদের প্রতি মায়া জন্মায় তার। ওই দুই শিশুর উন্নত জীবন নিশ্চিত করতে নিজের বাসায় নিয়ে আসেন অভিনেত্রী। তাদেরকে নিজের সন্তানের মতো আদর যত্নে বড় করছেন। সেই অনুভূতি তাকে বিয়ের আগে দুই সন্তানের মায়ের আসনে বসিয়েছে।
আসলে শ্রীলীলার ‘বাচ্চা’ বলতে তার দুটি পোষা প্রাণী — একটি কুকুর আর একটি বিড়ালকে বোঝানো হচ্ছে। অভিনেত্রী এই দুই পোষ্য প্রাণীকে নিজের ‘ছেলে’ ও ‘মেয়ে’ বলেই ডাকেন।
অভিনেত্রীর বিয়ের আগে দুই সন্তানের খবর ছড়িয়ে পড়লে ভক্তরা মজার ছলে বলেন, “কার্তিক তো দেখছি বিয়ের আগে দুই সন্তানের বাবা হচ্ছে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।