বিয়ের আগেই বিছানায় মেলামেশা, আসছে ‘লাস্ট স্টোরিজ ২’

লাস্ট স্টোরিজ ২

বিনোদন ডেস্ক : ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘লাস্ট স্টোরিজ’ বেশ আলোড়ন ফেলে দিয়েছিল। কিয়ারা আদভানি-ভিকি কৌশল, নেহা ধুপিয়া, রাধিকা আপ্তে, ভূমি পেডনেকার অভিনীতি সিনেমাটি যৌনতা, লালসা, আকাংক্ষার গল্প ফুটিয়ে তুলেছেন পর্দায়। দীর্ঘ ৪ বছর পর অবশেষে এটির সিক্যুয়েল আসতে চলেছে। এবার যৌনতার গল্প বলবেন কাজল, নীনা গুপ্তা, তামান্না ভাটিয়া, ম্রুণাল ঠাকুর, তিলোত্তমা সোম ও অম্রুতা সুভাষ।

লাস্ট স্টোরিজ ২

সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমাটির প্রথম টিজার। টিজারেই চমকে দিয়েছেন প্রত্যেকে।

৫৬ সেকেন্ডের টিজারটি ‘লাস্ট স্টোরিজ ২’-এর প্রতিটি গল্পের একটু করে আভাস দেয়, যা ভক্তদের নতুন কিছুর জন্য আগ্রহী করে তুলেছে। চারটি ভিন্ন গল্পে সাজানো সিনেমাটি এবার নতুন করে প্রাপ্তবয়স্কদের জন্য যৌনতা ও সামাজিক বার্তা দিতে যাচ্ছে।

অঙ্গদ বেদী, কাজল, ম্রুণাল ঠাকুর, নীনা গুপ্তা, তামান্না ভাটিয়া, তিলোতমা শোম এবং বিজয় ভার্মা সহ তারকা-খচিত ‘লাস্ট স্টোরিজ ২’তে এবার চারজন প্রতিভাবান পরিচালক তাদের গল্প বলবেন। অমিত রবিন্দ্রনাথ শর্মা, কঙ্কনা সেন শর্মা, আর. বাল্কি এবং সুজয় ঘোষ৷ নির্মাণের ক্ষেত্রে প্রত্যেকেই নিজ নিজ জায়গায় দুর্দান্ত। লাস্ট স্টোরিজের প্রথম কিস্তিতে বিখ্যাত পরিচালক অনুরাগ কাশ্যপ, জোয়া আখতার, দিবাকর ব্যানার্জী এবং করণ জোহর তাদের স্বতন্ত্র গল্প বলার শৈলীর জন্য সমালোচকদের প্রশংসা পেয়েছিলেন। টিজারটি দর্শকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া অর্জন পাচ্ছে।

পেটিকোট ও চাকায় লুকানো ২৫ হাজার ইয়াবাসহ ২ জন গ্রেফতার

সিক্যুয়েলটিতে নতুন কি আসতে যাচ্ছে তা নিয়ে উত্তেজনা এবং আগ্রহ তৈরি করেছে দর্শকদের মাঝে। স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স আসন্ন সিনেমাটির জন্য টিজার প্রকাশ করলেও টিজারে মুক্তির তারিখ প্রকাশ করা হয়নি। তাদের ভক্তদের অপেক্ষা কিছুটা বাড়ছে। তবে টিজারটি দর্শকমনে দারুণ কৌতূহল জাগিয়েছে এবং ইতিমধ্যেই বেশ সাড়া ফেলে দিয়েছে।

সূত্র : টাইমস অফ ইন্ডিয়া