বিনোদন ডেস্ক : বলিউডের পাশাপাশি হলিউডেও পোক্ত স্থান ঐশ্বরিয়া রাই বচ্চনের। হলিউড সিনেমায় অসাধারণ অভিনয় করে নিজের জাত চিনিয়েছেন তিনি। ঐশ্বরিয়া বহুবার পশ্চিমা বিশ্বের সামনে নিজ দেশের প্রতিনিধিত্ব করেছেন। ২০০৫ সালে দ্য অপ্রা উইনফ্রি শো’ তে তিনি ভারত সম্পর্কে পশ্চিমা বিশ্বের মানুষজন যে বিষয়গুলোতে ভুল বুঝে ও অতিরঞ্জিত ধারণা পোষণ করে সেগুলো পরিষ্কার করতে হাজির হন।
সেই শোতে ঐশ্বরিয়া ভারত সম্পর্কে এমন সব বিষয় নিয়ে আলোচনা করেন যা পশ্চিমা বিশ্বের সঙ্গেও গভীরভাবে সম্পৃক্ত ছিল।
সাক্ষাৎকারের একটি বিশেষ মুহূর্ত ছিল যখন অপ্রা ঐশ্বরিয়াকে প্রকাশ্যে ভালোবাসার অভিব্যক্তি নিয়ে প্রশ্ন করেন, যা অনেক পশ্চিমা দর্শকের কাছেও একটি বিভ্রান্তিকর বিষয় ছিল।
ঐশ্বরিয়া তখন সাংস্কৃতিক পার্থক্যটি ব্যাখ্যা করেছিলেন।
অভিনেত্রী বলেন, এটা সাধারণত দেখা যায় না (ভারতে)। মানুষ চুমু খায়, কিন্তু সেটা ব্যক্তিগত প্রকাশের বিষয়, রাস্তার পাশে সেটা দেখা যায় না। শিল্প জীবনকে প্রতিফলিত করে এবং আর আমাদের সিনেমাতেও এমনভাবে চিত্রিত হয়।
এরপর অপ্রা ভারতীয়দের প্রাক-বৈবাহিক যৌন সম্পর্ক নিয়ে প্রশ্ন করেন, যা অপ্রা ও অনেক দর্শকদের জন্য আকর্ষণীয় একটি বিষয় ছিল।
অপ্রা প্রশ্ন করেন, ভারতীয়দের মধ্যে কি এটা সাধারণ, না কি এটি একটি ট্যাবু হিসেবে দেখা হয়?
ঐশ্বরিয়া সোজাসুজিভাবে কিন্তু শক্ত একটি কথা বলে তার উত্তর দেন।
ঐশ্বরিয়ার ভাষায়, খোলাখুলিভাবে বলতে গেলে, এটা ভালো কিছু নয়।
ঐশ্বরিয়া শুধু ব্যক্তিগত বিষয়ই নয়, ভারতের সংস্কৃতির বহু ভুল ধারণাও তুলে ধরেন, বিশেষ করে ভাষা এবং পারিবারিক জীবন নিয়ে।
শোতে ঐশ্বরিয়ার তার অবাক কারার একটি অভিজ্ঞতা শেয়ার করেন। তা হল- পশ্চিমারা মনে করে যে, ভারতীয়রা ইংরেজি জানে না। তিনি জানান, অনেক মানুষ তাকে জিজ্ঞাসা করতেন, ‘আপনি কি ইংরেজি শিখতে বিদেশে পড়তে গিয়েছিলেন?’
এ বিষয়ে তিনি বলেন, কেন মানুষ মনে করে যে আমরা ইংরেজি পড়ি না? এটা আমাকে সত্যিই অবাক করেছে।
ঐশ্বরিয়া আরও একটি সাংস্কৃতিক ধারণা নিয়ে কথা বলেন, সেটা ছিল বিবাহের পর একসঙ্গে পরিবারের সঙ্গে বাস করার রীতি।
Motorola Moto S50: 68W চার্জিংয়ের সঙ্গে 50MP ক্যামেরার সেরা ফোন
অপ্রা অভিনেত্রীকে ৩০ বছর বয়সে সন্তানদের বাড়ি ছাড়ার আমেরিকান প্রথা নিয়ে কথা বললে ঐশ্বরিয়া বলেন, ভারতে পরিবার নিয়ে একসঙ্গে থাকার এবং পরিবারের সবাই সংযুক্ত থাকার বিষয়টি সবচেয়ে বিশেষ কিছু।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।