আন্তর্জাতিক ডেস্ক : আইপিএস অফিসার বিজয় সিং গুর্জার তার হ্যান্ডেল @ipsvijrk দিয়ে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। আমাদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে মোবাইল ফোন এবং ইন্টারনেট পরিষেবা।
এই দুটি জিনিস ছাড়া প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলা অসম্ভব। তাছাড়া বর্তমানে লকডাউনে গৃহবন্দি অবস্থায় মানুষ বেশি করে অনলাইন ব্যবস্থার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া।
বিভিন্ন ধরনের ভিডিও বা ছবি মুহুর্মুহু পোস্ট হয় ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদি সোশ্যাল মিডিয়া সাইটে। এখনকার দিনের ট্রেন্ড শর্ট ভিডিও বানানো। সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় তারকার এই শর্ট ভিডিওর দিওয়ানা হয়ে গেছে।
এই সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝেই ভাইরাল হয়ে যায় বিভিন্ন বিয়েবাড়ির ভিডিও। বিয়েবাড়িতে বর বউয়ের রোমান্টিক দৃশ্য হোক কি আত্মীয় স্বজনের হাস্যকর কার্যকলাপ মুঠোফোনে বন্দী করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে থাকে অনেকেই। সেইসব ভিডিও ভাইরালও হয় প্রচুর। বর্তমানে চলছে বিয়ে বাড়ির সিজন। তাই সোশ্যাল মিডিয়া খুললেই বিভিন্ন বিয়েবাড়ির খুনসুটি বা হাসি হুল্লোরের ভিডিও চোখের সামনে চলে আসছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি প্রি ওয়েডিং ফটোশুটের ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে হাসির রোল উঠেছে ইন্টারনেটে।
Sab kuchh itna filmy kyu hota ja raha aajkal 🥹🤣🤣 pic.twitter.com/QVNFbeZwH9
— TrueLibra__🇮🇳 (@libra31023) January 5, 2023
ভাইরাল হওয়া বিয়ের এই প্রি-ওয়েডিং শ্যুটের ভিডিওতে ফটোগ্রাফার বর-কনেকে নতুন স্টাইলে পোজ দিতে বলছেন, যা বর-কনেকে অনুসরণ করতে দেখা যাচ্ছে। ভিডিওতে দেখা যায়, কনে কীভাবে বরের গলায় দুই হাত রেখে ছবির জন্য পোজ দিচ্ছেন।
এই সময়, নববধূ তার চোখ বন্ধ করে ও ঘাড় বাঁকিয়ে পোজ দেয়। এই ভিডিওটি আইপিএস অফিসার বিজয় সিং গুর্জার তার হ্যান্ডেল @ipsvijrk দিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে রিটুইট করেছিলেন। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘বিয়ের সময় এত ভালোবাসা আগে দেখিনি।’ এই ভিডিওটি এখন পর্যন্ত ৪.৭ লাখের বেশি ভিউ পেয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।