বিয়ের খবর প্রকাশ্যে আনলেন সহীদ উন নবী

সহীদ উন নবী

বিনোদন ডেস্ক : পরিচালনা ও অভিনয় দুই মাধ্যমে সমানতালে কাজ করছেন ছোটপর্দার প্রিয় মুখ সহীদ উন নবী। তবে তিনি নিজেকে নির্মাতা পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। বহুমুখী প্রতিভার অধিকারী এই নির্মাতা এতদিন নিজেকে সিঙ্গেল বলে দাবি করলেও অবশেষে নিজের বিয়ের খবর প্রকাশ্যে আনলেন। জানালেন দুই বছর আগেই বিয়ে করেছেন তিনি।

সহীদ উন নবী

মঙ্গলবার (৮ অক্টোবর) ফেসবুকে ‘গট এনগেজড’ দিয়ে একটি স্ট্যাটাস দেন সহীদ উন নবী। এরপর স্ত্রীর হাতে হাত রেখে একটি ছবিও পোস্ট করেন। ক্যাপশনে লিখেন, ‘অবশেষে আলহামদুলিল্লাহ।’

বিয়ের বিষয়ে জানতে সহীদ উন নবীর সঙ্গে আরটিভি নিউজের কথা হলে তিনি বলেন, আসলে দুই বছর আগে আজকের এই দিনেই আমরা বিয়ে করি। কিন্তু আমার স্ত্রীর বাবা কোনোভাবেই আমাদের বিয়ে মেনে নিতে চাননি। যে জন্য আমরা দুই বছর অপেক্ষা করলাম। আসলে অপেক্ষা করেও লাভ হয়নি, তিনি এখনও আমাদের বিয়ের বিষয়টি মেনে নেননি। তাই আজকে সব অপেক্ষার অবসান করে নতুনভাবে বিয়েবার্ষিকীর দিন থেকেই সব শুরু করলাম।

সহধর্মিণীর সম্পর্কে জানতে চাইলে সহীদ উন নবী বলেন, আমার স্ত্রীর নাম লামিয়া। তবে তিনি মিডিয়ার কেউ নন। দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে অনার্স করছেন।

বিয়ের খবর প্রকাশ্যে আনতেই শুভেচ্ছায় ভাসছেন নতুন এই দম্পতি। সহীদ উন নবীর ‘গট এনগেজড’ দেওয়া পোস্টে অনেকেই তাকে অভিনন্দন জানাচ্ছেন।

দেশের প্রথম লিমিটলেস ইন্টারনেট প্যাক আনলো গ্রামীণফোন

প্রসঙ্গত, নাটক নির্মাণ ও অভিনয়ের পাশপাশি ‘বরফ কলের গল্প’ ও ‘পাফ ড্যাডি’ দুইটি ওয়েব ফিল্মও নির্মাণ করেছেন সহীদ উন নবী।