বিয়ের মঞ্চে নববধূকে প্রেমিকের চু..মু, যেভাবে হজম করল বর

আন্তর্জাতিক ডেস্ক : বিয়ে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান। কিন্তু সেই বিশেষ দিনেই অন্য এক যুবক নববধূকে চুমু খাওয়ায় রাগ হজম করতে হলো বরকে। পুরো দৃশ্য দেখেও মুখ ভারী করে বসে থাকলেন তিনি। এমনই এক ঘটনার ভিডিও সম্প্রতি প্রকাশ্যে এসেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

Biya

ভিডিও তে দেখা যায়, বিয়ের মঞ্চের মধ্যে রুপোলি শেরওয়ানি, মাথায় পাগড়ি এবং হাতে তরবারি নিয়ে বসে রয়েছেন পাত্র। তার পাশেই একটি আসনে বসে আছে বর। পরনে লাল লেহঙ্গা-চোলি। এমন সময় হঠাৎই মঞ্চে আগমন হয় লাল পাঞ্জাবি পরা এক যুবকের। পিছন থেকে এসে নববধূকে জড়িয়ে ধরেন তিনি।

গলা জাপটে একের পর চুমু খেতে থাকেন নববধূর কাঁধে-গলায়-গালে। তবে তাতে একটুও বিচলিত হননি নববধূ। হাসতে থাকেন তিনি। অন্যদিকে, সেই দৃশ্য দেখে প্রথমে হকচকিয়ে যান বর। চোখেমুখে স্পষ্ট ফুটে ওঠে রাগ এবং বিরক্তি। তবে কিছুক্ষণ পর আর নববধূর দিক থেকে চোখ ফেরান তিনি। মুখ ভারী করে বসে থাকেন মঞ্চেই। সেই ভিডিও প্রকাশ্যে এসেছে।

কোন পেশার মানুষ বেশি পরকীয়ায় আগ্রহী

গত ১১ মে ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওটি ইতোমধ্যেই লাখ লাখ বার দেখা হয়েছে। লাইক এবং কমেন্ট করেছেন বহু মানুষ। নেটাগরিকদের একাংশের মতে, নববধূকে চুমু খাওয়া ওই যুবক তারই প্রাক্তন প্রেমিক। যদিও অনেকেই আবার সেই মতকে মান্যতা দিতে নারাজ। তাদের দাবি, ওই যুবক নববধূর দাদা বা ভাই গোছের কেউ হবে। একজন নেটাগরিক প্রশ্ন তুলেছেন, ‘কী হচ্ছে বিয়ের মঞ্চে? কে এই যুবক? পাত্রীর ভাই হলেও কেন সে এমন আচরণ করছে?’