বিয়ের ছবি প্রকাশ করে মীরা লিখলেন, সব জন্মেই তোমাকে চাই

meera chopra rakshit

বিনোদন ডেস্ক : দীর্ঘদিনের প্রেমিক রক্ষিত কেজরিওয়ালকে বিয়ে করলেন বলিউড অভিনেত্রী মীরা চোপড়া। রাজস্থানের জয়পুরে জাঁকজমকপূর্ণ আয়োজনে সাতপাকে বাঁধা পড়লেন তিনি। মঙ্গলবার দীর্ঘদিনের প্রেমিক ও ব্যবসায়ী রক্ষিত কেজরিওয়ালকে জীবনসঙ্গী করে নেন মিরা। বিয়ের ছবিও এরই মধ্যে প্রকাশ্যে এনেছেন প্রিয়াঙ্কা-পরিণীতি চোপড়ার বোন মীরা।

meera chopra rakshit

নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রামে বিয়ের ছবি প্রকাশ করেছেন মীরা চোপড়া। বিয়ের ছবিগুলোতে দেখা গেছে, টকটকে লাল রঙের ভারী কাজের বিয়ের লেহেঙ্গা পরে আছেন মীরা। আর আইভরি রঙের শেরওয়ানিতে সেজেছেন বর রক্ষিত কেজরিওয়াল। তাঁদের মাথার ওপরে পড়ছে ফুলের পাপড়ি।

স্বামী রক্ষিতের পরনে ছিল সাদা শেরওয়ানি। গলায় হার। চোখে কালো চশমা। একোবরে কাছের মানুষদের উপস্থিতিতে জীবনে নতুন অধ্যায়ে পা রাখেন তারা।

বিয়ের ছবি শেয়ার করে মীরা ইনস্টাগ্রামে লেখেন, ‘সুখে, ঝগড়ায়, হাসি, কান্নায়, সারা জীবনের স্মৃতি তৈরি হবে তোমার সঙ্গে। সব জন্মেই তোমাকে চাই।’

মীরার বিয়েতে মা মধু চোপড়া উপস্থিত থাকলেও দেখা যায়নি বোন প্রিয়াঙ্কা চোপড়াকে। এমনকি আরেক বোন পরিণীতি চোপড়াকেও দেখা যায়নি বিয়েতে। এক সাক্ষাৎকারে মীরা জানিয়েছিলেন, দুই বোনের সঙ্গে তাঁর দূরত্ব রয়েছে। বলিউডে তাঁদের কাছ থেকে কোনো সাহায্যও পাননি বলেও জানান এই অভিনেত্রী।

কলার মোচাকে ইংরেজিতে কী বলে? অনেকেই জানেন না

মীরা পেশায় একজন মডেল এবং অভিনেত্রী। হিন্দি ছবির পাশাপাশি তামিল, তেলুগু ইন্ডাস্ট্রিতেও কাজ করেন তিনি। ‘১৯২০ লন্ডন’, ‘গ্যাঙ অব গোস্টস’ও ‘সেকশন ৩৭৫’–এ অভিনয় করে পরিচিতি পেয়েছেন ৩৮ বছর বয়সী মীরা চোপড়া। গত বছর ওটিটি ছবি ‘সফেদ’-এ দেখা গেছে অভিনেত্রীকে।