বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সারা আলি খান, রইল পাত্রের পরিচয়

সারা আলি খান

বিনোদন ডেস্ক : বিগত বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় উত্তপ্ত খবর হিসেবে পরিবেশন হচ্ছে বলিউড অভিনেত্রী সারা আলী খানের বিবাহ প্রসঙ্গ নিয়ে। বিভিন্ন মাধ্যমে দাবি করা হচ্ছে, খুব শীঘ্রই ভারতীয় ক্রিকেটারের সাথে সাতপাকে বাঁধা পড়তে পারেন ভারতের এই জনপ্রিয় অভিনেত্রী। অবশ্য এমনটা মনে করার পেছনে বর্তমানে একাধিক কারণ দৃষ্টিগোচর হচ্ছে।

সারা আলি খান

বিগত বেশ কয়েক মাস ধরে ভারতীয় ক্রিকেটার শুভমন গিলের সাথে ঘনিষ্ঠতা বেড়েছে সারা আলী খানের। বেশ কয়েকবার তাদের একত্রে দেখা গেছে বিভিন্ন রেস্টুরেন্ট থেকে শুরু করে এয়ারপোর্ট অবদি। যার ফলশ্রুতিতে বর্তমানে তাদের ব্যক্তিগত জীবন প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় উত্তপ্ত খবর পরিবেশন করা হচ্ছে।

বিগত বেশ কিছুদিন ধরে সারা আলি খানের সাথে সময় কাটাতে দেখা গেছে শুভমান গিলের। বেশ কিছুদিন পূর্বে ইংল্যান্ডে কাউন্টি খেলতে গিয়েও সারা আলী খানের সাথে সময় কাটিয়ে ছিলেন ভারতীয় এই ক্রিকেটার। সেই সময় সোশ্যাল মিডিয়ায় একটি ছবি বেশ ভাইরাল হয়েছিল। সেখানে দেখা গিয়েছিল, সারা আলি খানের সাথে একই রেস্টুরেন্টে ডিনার উপভোগ করছেন শুভমান গিল। আর এরপর থেকে এখনো পর্যন্ত একাধিকবার এই জুটিকে একত্রে দেখা গেছে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখাতে সারা এবং শুভমানকে একসঙ্গে দেখা গেছে। উভয় তারকাকে একই সঙ্গে একটি পাঁচ-তারকা হোটেলের লবিতে দেখা গেছে যেখানে সারা ক্রপ টপ এবং প্যান্টে রয়েছে। অন্যদিকে, শুভমানকেও লবিতে লাগেজ বহন করতে দেখা গেছে। পাশাপাশি আরেকটি ভিডিও বেশ ভাইরাল হচ্ছে, যেখানে সারা আলি খানের সঙ্গে একই ফ্লাইটে ভ্রমণ করতে দেখা গেছে শুভমান গিলকে।

বছরে বিঘা প্রতি ৩৮ মণ ফলন দিবে নতুন উদ্ভাবিত ‘নূর ধান’

দীর্ঘদিন ধরে দুজনের একত্রে সময় কাটানো এবং সোশ্যাল মিডিয়ার সামনে সত্যতা প্রকাশ না করায় জল্পনা উঠেছে তারা নিজেদের মধ্যে ডেট করছেন। ফলশ্রুতিতে খুব শীঘ্রই নেট প্রেমীরা আরও একটি বলিউডের সঙ্গে ভারতীয় ক্রিকেটারের জুটি দেখতে পাবেন বলে মনে করা হচ্ছে।