বিনোদন ডেস্ক : কিছুদিন আগেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলিউড অভিনেত্রী আথিয়া শেঠি। ভারতীয় ক্রিকেটার কে এল রাহুলের সঙ্গে ঘর বেঁধেছেন এই বলিউড সুন্দরী।
বিয়ের পর এবার একসঙ্গে ডিনার ডেটে দেখা গেছে দুজনকে। মুম্বাইয়ের একটি রেস্টুরেন্টে পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হন আথিয়া-রাহুল।
আথিয়ার পরনে ছিল ব্লু রঙের প্রিন্টেড শার্টের সঙ্গে ডেনিম জিনস এবং সাদা টি-শার্টের সঙ্গে নীল ডেনিম জিনস পরেছিলেন রাহুল। সোশ্যাল মিডিয়ায় তাদের ছবি শেয়ার হতেই ভক্ত-অনুরাগীদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন রাহুল-আথিয়া।
গত ২৩ জানুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন আথিয়া শেঠি ও কে এল রাহুল। বিয়ের অনুষ্ঠান হয়েছে সুনীল শেঠির খান্ডালার বাগানবাড়ি ‘জাহান’-এ। তাদের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছের বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজন।
সব মিলিয়ে তাদের সংখ্যা ছিল মাত্র ১০০ জন। বিয়ের অনুষ্ঠানে নো ফোন পলিসি রাখা হয়। একই সঙ্গে অতিথিদের অনুরোধ করা হয়েছে বিয়ের অনুষ্ঠানের কোনো ছবি বা ভিডিও তাদের না জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট না করতে।
তবে সন্ধ্যার লগ্নে বিয়ে সম্পন্ন হওয়ার পরপরই বিয়ের প্রথম ছবি নেটদুনিয়ায় শেয়ার করেন তারা। বিয়েতে বর-কনের সাজে ছিল স্নিগ্ধতার পরশ।
হালকা গোলাপি লেহেঙ্গায় অপরূপ সাজে সেজেছিলেন আথিয়া। সঙ্গে ছিল কুন্দনের নকশা কাটা জরোয়া হার। বিয়েতে বর কেএল রাহুলকে দেখা গেছে সাদা রঙা শেরওয়ানিতে। পোস্ট করা বিয়ের ছবিতে আথিয়ার হাত শক্ত করে ধরে থাকতে দেখা গেছে কেএল রাহুলকে।
তথ্যসূত্র: এনডিটিভি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।