লাইফস্টাইল ডেস্ক: বিবাহিত জীবনে সবার একটাই লক্ষ্য থাকে ব্যক্তিগত জীবনে সুখী থাকতে। সব বিবাহিত দম্পতি চায় তাদের সম্পর্ক দৃঢ় ও মজবুত রাখতে। এজন্য তারা অনেকের কাছ থেকে উপদেশ নিয়ে থাকে। যেকোন সমস্যা হলেও সেগুলো মেনে সমস্যা সমাধানের চেষ্টা করে। তব সব ধরণের উপদেশ সব সময় সাহায্য করেনা।
এজন্য নতুন বিয়ের ক্ষেত্রে প্রয়োজনীয় কিছু বিষয় খেয়াল রাখা খুব দরকার। চলুন এমন কিছু জেনে নেওয়া যাক।
লক্ষ্য বা উদ্দেশ্য:
একটা বিষয় নিশ্চিত হতে হবে যে আপনার সঙ্গী এমন কিছু করবে না যাতে করে আপনি আঘাত পান। এতে করে দুশ্চিন্তা, একে অপরকে দোষ দেওয়ার প্রবণতা কমে আসবে, কমবে ঝগড়া-বিবাদও।
আর্থিক বিষয়:
সব সময় টাকা নিয়ে ঝগড়া করবেন না। স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়ার অন্যতম কারণ হলো টাকা। দুজনের খরচের বিষয়ে খোলাখুলি আলোচনা করুন, এতে করে দেখবেন সমস্যা কমে আসবে।
প্রশংসা করা:
প্রতিটা দম্পতির প্রশংসা করার মনোভাব থাকতে হবে। অনেকে মনে করে বিয়ে পুরোনো হয়ে গেলে প্রশংসা করে কী লাভ। এমনকি যখন কোন কারণে ঝগড়া হবে তখন যদি একপক্ষ প্রশংসা করেন তবে দেখবেন খুব দ্রুতই ঝগড়ার অবসান হবে। এজন্য প্রশংসার অভ্যাস দুজনের জন্যই ভালো।
দুজনে মিলে পরিস্থিতি সামাল দেওয়া:
একজনই সবসময় শক্ত অবস্থানে থাকবে আর একজন সান্তনা দেবে বিষয়টা এমন না। দুজনকেই পরিস্থিতির হিসেব করে নিজের জায়গা পরিবর্তন করতে হবে। এতে করে বিরক্তি বা অসন্তোষ প্রকাশ কমে যাবে।
খেয়াল রাখা:
একে অন্যের ছোট খাট বিষয়গুলোও খেয়াল রাখার চেষ্টা করুন। এতে করে ভুল বোঝাবুঝির অবসান হবে। সারাদিনের ধকলের পর আপনার সঙ্গী যখন আপনার ভালো মন্দ জানতে চাইবে নিজের কাছে এই মনে করে ভালো লাগা কাজ করবে যে কেউ আপনার খেয়াল করে। সূত্র: দ্যা টাইমস অব ইন্ডিয়া
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।