চতুর্থ বিয়ের প্রস্তুতি নিচ্ছেন শ্রাবন্তী

srabonti

বিনোদন ডেস্ক : শ্রাবন্তী চট্টোপাধ্যায়–তাকে নিয়ে কটাক্ষ চলতেই থাকে। তার ব্যক্তিগত জীবন মাঝেমধ্যেই চলে আসে চর্চায়। ফের একবার কটাক্ষের মুখোমুখি হতে হলো তাকে। এবার শিবরাত্রি পালন করে তাকে হতে হলো সমালোচিত। তার তিনবার বিয়ে হওয়া, বিয়ে ভাঙা নিয়ে একের পর এক কুৎসিত আক্রমণের শিকার হতে হলো নায়িকাকে।

srabonti

নিন্দুকদের একজন লিখেছেন— ‘এটা কি চতুর্থ বিয়ের প্রস্তুতি?’ কারও কটাক্ষ, ‘এবার মহাদেবও বিরক্ত হবেন।’ কেউ আবার লিখেছেন— ‘তিনবার তো হলো, এবার কী বর চাইলেন?’ তবে সবাই যে সমালোচনা করেছেন এমনটি নয়। অনেকেই শ্রাবন্তীর এই ভক্তি দেখে প্রশংসাও করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যমে জানা যায়, নীল শাড়ি পরে হয়েছেন নীলাম্বরী— কপালে লাল টিপ, গায়ে গহনা। শুক্রবার রাতে নিয়ম মেনেই শিবরাত্রির ব্রত পালন করেন শ্রাবন্তী। শিবলিঙ্গে দুধ ঢেলে, বেল, ফুলপাতা দিয়ে নিষ্ঠাভরে পুজো করতে দেখা গেছে অভিনেত্রীকে। নিজেই ব্রত পালনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শ্রাবন্তী। শিবরাত্রির দিনে নিজের সাজগোজের ছবিও ইনস্টাস্টোরিতে পোস্ট করেছেন। সেই পোস্ট ঘিরেই কমেন্টের বন্যা বয়ে গেছে। শুরু হয়েছে ট্রোলিং।

নারীরা কেন বিবাহিত পুরুষদের প্রতি বেশি আকৃষ্ট হন

এদিকে কাজের ক্ষেত্রে খুব শিগগির ‘দেবী চৌধুরানী’র বেশে ধরা দিতে চলেছেন শ্রাবন্তী। গত জানুয়ারি মাসেই শুরু হয়েছিল শুটিং। গলায় রুদ্রাক্ষের মালা পরে ডাকাত রানির লুকে ধরাও দিয়েছেন তিনি।