ভারতের নারী ক্রিকেটার স্মৃতি মান্ধানা ও বলিউডের বিখ্যাত প্লেব্যাক গায়ক, সংগীত পরিচালক পলাশ মুচ্ছাল। দীর্ঘ পাঁচ বছর চুটিয়ে প্রেম করার পর বিয়ের দিন চূড়ান্ত করেন এই যুগল। গত কয়েক দিন ধরে বিয়ের আনন্দে মেতেছিলেন তারা। রবিবার (২৩ নভেম্বর) সাঙ্গলির সামডোলের মান্ধানার ফার্ম হাউজে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু সেদিন দুপুরে হঠাৎ হার্ট অ্যাটাক হয় স্মৃতির বাবা শ্রীনীবাস মান্ধানার। পরে স্মৃতির পক্ষ থেকে তাদের বিয়ে স্থগিতের ঘোষণা আসে।

এরই মধ্যে অসুস্থ হয়ে পড়েন স্মৃতির হবু বর পলাশ মুচ্ছাল। তাকেও হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেন এই গায়ক। এসব ঘটনার রেশ কাটার আগেই ইনস্টাগ্রামে এক নারীর সঙ্গে গায়ক পলাশের চ্যাটের (কথোপকথন) স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় (রেডিট) ভাইরাল হয়েছে। এ কথোপকথন থেকে জানা যায়, ওই নারীর নাম মেরি ডিকস্টা।
দ্য ফ্রি প্রেস জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, মেরি ডিকস্টা তার ইনস্টাগ্রাম স্টোরিতে স্ক্রিনশটগুলো প্রথম পোস্ট করেন। পরে তা রেডিটে ছড়িয়ে পড়ে। মেরির সঙ্গে চ্যাট করার সময় ক্রিকেটারের (স্মৃতি) সঙ্গে ‘লং-ডিস্ট্যান্স’ সম্পর্ক নিয়ে কথা বলেন পলাশ। এরপর ট্যুরে যাওয়ার জন্য মেরিকে প্রস্তাব দেন পলাশ।
এ নারীর প্রতি গায়কের বার্তাগুলো বেশ ফ্লার্টি মনে হয়, কারণ ওই নারীর সৌন্দর্যের প্রশংসাও করেছেন পলাশ। তাছাড়া পলাশ ওই নারীকে সাঁতার কাটতে, পরে স্পা-তে এবং তারপর ভোর ৫টার দিকে মুম্বাইয়ের ভারসোভা বিচে তার সঙ্গে যোগ দিতে বলেন। এরপর মেরি জিজ্ঞাসা করেন, তিনি কি স্মৃতিকে ভালোবাসেন? তখন পলাশ বিষয়টি এড়িয়ে যান।
স্ক্রিনশটগুলো প্রকাশ্যে আসার পর নেটিজেনরা পলাশকে নিয়ে কটুক্তি করছেন। একজন রেডিট ব্যবহারকারী দাবি করেন—“আমি ২০১৬–১৭ সালের দিকে পলাশকে অনুসরণ করতাম। তখন তার একজন ডাক্তার বান্ধবী ছিল। দেখে মনে হয়েছিল তারা সম্পর্কটাকে বেশ সিরিয়াসলি নিচ্ছিলেন। কিন্তু পরে তাদের সম্পর্ক ভেঙে যায়। কারণ জানা যায়, পলাশ মেয়েটির সঙ্গে প্রতারণা করেছে। সুতরাং এবারো সে প্রতারণা করার সম্ভাবনা রয়েছে। কারণ বলা হয়—‘একবার কেউ প্রতারক হলে সবসময়ই সে প্রতারক।”
পলাশ-মেরির কথোপকথেনের স্ক্রিনশটের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। প্রতারণার অভিযোগে নেট দুনিয়ায় জোর চর্চা চললেও মুখে কুলুপ এঁটেছেন গায়ক পলাশ। এ নিয়ে টুঁ-শব্দ করেননি তার হবু স্ত্রী স্মৃতি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



