বিয়ের প্রথম রাতেই চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের রামপুরে। সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বিয়ের পর নববধূ শ্বশুরবাড়িতে এসে ক্লান্তির কারণে মাথা ঘোরা ও বমি বমি ভাবের কথা জানান।
এ কথা শোনামাত্রই সন্দেহে পড়েন নতুন বর। বন্ধুবান্ধবদের সঙ্গে বিষয়টি ভাগ করে নিলে তারাই রসিকতা করে জানান, পাত্রী হয়তো অন্তঃসত্ত্বা। কিন্তু এই মজাকে মজা হিসেবে না নিয়ে বর ব্যাপারটি সিরিয়াসলি নিয়ে ফেলেন।
এরপরই রাতের বেলায় ওষুধের দোকান থেকে গর্ভাবস্থা পরীক্ষার কিট কিনে এনে নববধূর হাতে তুলে দেন তিনি। এই আচরণে ক্ষুব্ধ হয়ে যান নববধূ। তিনি বিষয়টি নিজ পরিবারকে জানালে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং শুরু হয় দুই পরিবারের মধ্যে তুমুল বাকবিতণ্ডা।
পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় গ্রামবাসীরা হস্তক্ষেপ করেন। শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ডাকা হয় পঞ্চায়েত বৈঠক। সেখানে বর স্বীকার করেন, তিনি ভুল করেছেন। নববধূ ও তার পরিবারের কাছে ক্ষমা চেয়ে ভবিষ্যতে এ ধরনের আচরণ না করার প্রতিশ্রুতি দেন।
ঘটনাটি সামনে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। অনেকেই নববধূর প্রতি সমর্থন জানিয়েছেন এবং বরের এমন সন্দেহপ্রবণ আচরণের কড়া সমালোচনা করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।