বিয়ের হতে না হতেই শাশুড়ির সঙ্গে মনকষাকষি ক্যাটরিনার

ক্যাটরিনা

বিনোদন ডেস্ক : শাশুড়ি বউমার মনকষাকষি যে কেবল আম দেশবাসীর দৈনন্দিন জীবনে জড়িয়ে থাকে তেমনটা নয়। বলিউড তারকাদের জীবনেও প্রায় একই ঘটে। বলিউডে এক সময় কান পাতলে শোনা যেত ঐশ্বর্য রাইয়ের সঙ্গে নাকি শাশুড়ি জয়া বচ্চনের খটাখটি লেগে থাকে। এবার ক্যাটরিনা কাইফের জীবনেও তেমনটাই শোনা যাচ্ছে।

ক্যাটরিনা

বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়ের ১ বছরও কাটেনি। তার আগেই ক্যাটরিনার সঙ্গে কার্যত শাশুড়ির খটাখটি লেগে গেছে। ক্যাটরিনার কথা থেকেই তা অনেকটা পরিস্কার। সমস্যাটা শুরু হয়েছে খাওয়াদাওয়াকে কেন্দ্র করে।

ভিকি পঞ্জাবী পরিবারের ছেলে। পঞ্জাবীরা সকালের ব্রেকফাস্টে পরোটা খেয়ে থাকেন। ঘি দিয়ে ভাজা পরোটা বেশ তারিয়েই উপভোগ করেন তাঁরা। যা পঞ্জাবী অধিকাংশ পরিবারের প্রাতরাশ।

ফলে ভিকি কৌশলের মা সেই পরোটাই তৈরি করেন সকালে। যা তিনি তাঁর বউমাকে খেতে বলেন। কৌশল পরিবারে বউ হয়ে আসার পর সেই পরিবারের রীতিনীতি যে ক্যাটরিনাকে মেনে নিতে হবে তাও বোঝানোর চেষ্টা করেন তিনি।

ক্যাটরিনা আবার খাওয়াদাওয়া নিয়ে অত্যন্ত সতর্ক। তিনি সকালে ঘুম থেকে উঠে পরোটার মত এত ভারী খাবার খেতে রাজি হননি প্রথম দিন থেকে। কিন্তু শাশুড়ি তাঁকে জোর করেন। ক্যাটরিনাও খাবেন না। শাশুড়িও খাওয়াবেন। এই নিয়ে বাড়িতে একটা যে মনকষাকষির পরিস্থিতি তৈরি হয়েছিল তা বলাই বাহুল্য।

মাত্র ৮০ টাকায় মিলছে সুস্বাদু বিফ খিচুড়ি

ক্যাটরিনা প্রথম দিকে প্রায় বাধ্য হয়েই পরোটায় একটা করে কামড় দিতেন। সেটা খেতে হত তাঁকে। বিয়ের পর এভাবে বাধ্য হয়ে পরোটা খাওয়া যে তাঁর না পসন্দ ছিল তা ক্যাটরিনা কপিল শর্মার শোতে এসে স্বীকারও করে নিলেন।