বিনোদন ডেস্ক : বলিউডে বিয়ের আমেজ যেন থামছেই না। একে একে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন রণবীর-আলিয়া, ভিকি-ক্যাটরিনা, সিদ্ধার্থ-কিয়ারার মতো বলিউড তারকারা। এবার এই তালিকায় নতুন সংযোজন হতে চলেছে বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন!
জানা গেছে, নায়কের চেয়ে ১২ বছরের ছোট অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে আগামী নভেম্বরেই নাকি গাঁটছড়া বাঁধতে চলেছেন হৃতিক। যদিও বলিউডে এই বয়সের পার্থক্য নিয়ে চুটিয়ে সংসার করছেন শাহিদ-মিরা, সাইফ-কারিনারা। সূত্রের খবর বলছে, হৃতিক ২০২৩ সালের নভেম্বরে সাবার সাথে গাঁটছড়া বাঁধবেন। তবে এই বিষয়ে কেউ প্রতিক্রিয়া জানাননি।
সম্প্রতি একটি ভেরিফায়েড টুইটারে ভাইরাল হওয়া এক টুইটে দাবি করা হয়েছে, দুজনেই নিজেদের সম্পর্ক পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার কথা ভাবছেন। পরবর্তীতে বিষয়টি আরও জোরাল হয়, করণ জোহরের জন্মদিনের পার্টিতে প্রথমবার একসঙ্গে জনসম্মুখে আসায়। এরপর তো কখনও রোশন পরিবারের সঙ্গে, কখনও আবার হৃতিকের দুই ছেলেকে নিয়ে ঘুরছেন সাবা।
এ ছাড়াও গেল বছরের নভেম্বরে পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়েছিল হৃতিকের সঙ্গে সাবার চুম্বনের দৃশ্য। এরপর জানা যায়, ১০০ কোটি টাকা দামের একটি ডুপ্লেক্স ফ্ল্যাট কিনেছেন হৃতিক। আর নতুন এই ফ্ল্যাটেই প্রেমিকা সাবাকে নিয়ে সংসার বাঁধতে চলেছেন তিনি।
শাড়ি বাদ দিয়ে খোলামেলা সাত্যকির মা, আন্টিকে দেখে বেহুঁশ ভক্তরা
প্রথম স্ত্রী সুজানের সঙ্গে বলিউড অভিনেতার বিচ্ছেদ হয় ২০১৩ সালে। এরপর বেশ কয়েক বছর ধরে সাবার সঙ্গে হৃতিক ডেটিং করছেন। এমনকি অভিনেতার বাড়িতে পারিবারিক অনুষ্ঠান দেখা গেছে সাবাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।