বিয়ে করেছেন কণ্ঠশিল্পী লিজা

কণ্ঠশিল্পী লিজা

বিনোদন ডেস্ক :বিয়ে করেছেন ক্লোজআপ ওয়ান তারকা সানিয়া সুলতানা লিজা। জানা গেছে, বেশ কিছুদিন আগে যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী সবুজ খন্দকারকে বিয়ে করেন তিনি।

কণ্ঠশিল্পী লিজা

এদিকে লিজার বিয়ের খবর সম্পর্কে তার সহকর্মীরাও অবগত। কেননা বিভিন্ন অনুষ্ঠানে লিজা ও সবুজকে একসঙ্গে দেখা যায়। তবে বিয়ের বিষয়ে লিজার তরফ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

জানা গেছে, যুক্তরাষ্ট্রে স্টেজ শো করতে গিয়ে ব্যবসায়ী সবুজ খন্দকারের সঙ্গে পরিচয় হয় লিজার। সবুজের আগের সংসারে স্ত্রী-সন্তান রয়েছে। তারপরও একটা সময় লিজা ও সবুজ প্রেমের সম্পর্কে জড়ান। তাদের দুজনকে যুক্তরাষ্ট্রে একসঙ্গে ঘুরতেও দেখা গেছে।

২০০৮ সালে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন লিজা।

কোন পশুটি আগে দেখছেন? উত্তরই বলে দেবে আপনি কেমন মানুষ

এর আগে ২০১২ সালের ২ মার্চ ইকবাল মাহমুদ লাভলু নামের একজন রাজনীতিবিদের সঙ্গে লিজার আক্‌দ হয়েছিল বলে শোনা যায়। যদিও সেসময় লিজা বলেছিলেন, তাদের বাগদান হয়েছিল। কিন্তু পরে আর বিয়েটা হয়নি। ২০১৫ সালে সেই বাগদান ভেঙে গেছে বলেও জানিয়েছিলেনে এ শিল্পী।