মার্কিন নারীকে বিয়ে, ছোটভাই গেলেও যেতে পারেননি বড়ভাই

মার্কিন নারীকে বিয়ে

জুমবাংলা ডেস্ক : গত বছর জুন মাসে চাঁদপুর সদরের ২ নম্বর আশিকাটি ইউনিয়নের রালদিয়া গ্রামে আসেন জিইনাবচন নামে এক মার্কিন নারী। ওই গ্রামের প্রধানিয়া বাড়ির মো. কামাল উদ্দিন প্রধানিয়ার ছেলে শাহাদাত হোসেনের সঙ্গে তার বিয়ে হয়।

মার্কিন নারীকে বিয়ে

স্বজনরা জানান, দুবাই থাকা অবস্থায় শাহাদাতের ছোট ভাই আবু জাফরের সঙ্গে মার্কিন তরুণী ফাতেমা মোহাম্মদ মুসার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা বিয়ে করেন। বিয়ের পর জাফরকে যুক্তরাষ্ট্রে নিয়ে যান ফাতেমা। পরে আবু জাফরের স্ত্রীর বান্ধবী জিইনাবচনের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে শাহাদাতের।

ভারতীয় ক্রিকেটের নতুন ‘সূর্য’

শাহাদাতের চাচাতো ভাই আবু তাহের প্রধানিয়া বলেন, গত বছর এসে বিয়ের পর ১৫ দিনের মতো দেশে ছিলেন জিইনাবচন। পরে আবু জাফর ও তার স্ত্রী ফাতেমা মোহাম্মদ মুসা এবং জিইনাবচন যুক্তরাষ্ট্রে ফিরে যান। তবে শাহাদাতের এখনও যাওয়ার কোনও ব্যবস্থা হয়নি। তবে যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য যাবতীয় প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।