বিয়ে করলেন ওয়ারফেজ ব্যান্ডের সামির

ওয়ারফেজ ব্যান্ডের সামির

বিনোদন ডেস্ক : দেশের অন্যতম হেভি মেটাল ব্যান্ড ওয়ারফেজ ব্যান্ডের গিটারিস্ট সামির হাফিজ বিয়ে করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।

ওয়ারফেজ ব্যান্ডের সামির

জানা গেছে, সামির হাফিজের স্ত্রীর নাম ইসমত আরা মুমু। তারা পূর্ব পরিচিত। গত ২১ ফেব্রুয়ারি তারা শুভ কাজটি সেরেছেন।

গত ২২ ফেব্রুয়ারি রাতে স্ত্রী মুমুর সঙ্গে একটি ছবি পোস্ট করেন সামির। ক্যাপশনে লেখেন, ‘আমি গতকাল বিয়ে করেছি! সবাই ভাবীকে সালাম দিবা।’

গণমাধ্যেমে দেয়া এক সাক্ষাৎকারে সামির হাফিজ বলেন, আমাদের ২৩ ফেব্রুয়ারি বিয়ের কথা ছিল। তবে আমার একটি কনসার্ট ছিল ওইদিনই। এ কারণে দুই দিন আগে ২১ ফেব্রুয়ারি বিয়ে করতে হয়েছে।

তিনি আরও বলেন, ‘আমার সঙ্গে মুমুর পরিচয় হয়েছে একটি কনসার্টে। আমাদের এক কমন বন্ধু আমাদের পরিচয় করিয়ে দেয়। এর পরে আমাদের বন্ধুত্ব, ভালোলাগা। আর এই ভালোলাগাই পারিবারিক বিয়েতে রূপ নিল তো ২১ ফেব্রুয়ারি।’

ট্রেনের চালককে এই লোহার রিংটি কেন দেওয়া হয়? জানলে অবাক হবেন

জানা গেছে, ২৩ তারিখের সামিরের কনসার্টটি হয়নি। তবে তিনি স্ত্রী ও তার দলের সঙ্গে এই মুহূর্তে রংপুরে অবস্থান করছেন।