বিয়ে করছেন ‘আলতা ফড়িং’ সিরিয়ালের ‘অমৃতা’

মিষ্টি সিংহ

বিনোদন ডেস্ক : কলকাতার টিভি ধারাবাহিকের জনপ্রিয় মুখ মিষ্টি সিংহ। ‘আঁচল’ সিরিয়ালে ‘ভাদু’ থেকে শুরু করে ‘আলতা ফড়িং’ সিরিয়ালের ‘অমৃতা’ চরিত্রে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। এবার বিয়ের খবর জানালেন এ অভিনেত্রী। ১৮ মে বিয়ে করতে চলেছেন তিনি।

মিষ্টি সিংহ

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, মিষ্টি তার ছোটবেলার বন্ধু রেমো দাস রায়কে বিয়ে করতে যাচ্ছেন। তাদের মধ্যে প্রায় ১৪ বছর ধরে প্রেম চলছে। বাইপাসের ধারে একটি বিলাসবহুল হোটেলে বিয়ে সম্পন্ন হবে।

বিয়ের বিষয়ে মিষ্টি বলেন, ‘১৪ মে আমার গায়ে হলুদ, মেহেদী, সংগীত। ১৮ মে বিয়ে আর রিসেপশন একসঙ্গেই হবে। মন্ত্র উচ্চারণ করে বিয়ে করছি না আমরা, রেজিস্ট্রি হবে। বিয়েতে থাকছে রাজপুত থিম। বিদেশ থেকে আমার বাবার কিছু ফরাসি বন্ধু আসবে।’

তিনি বলেন, ‘ইন্ডাস্ট্রির সব বন্ধুই আমার বিয়েতে নিমন্ত্রিত। ছোটবেলার প্রেম আমার আর রেমোর। ওর রিয়েল এস্টেটের ব্যবসা আছে। বিয়ের দিন হেহেঙ্গা পরব। তবে পরের দিন, যে দিন শ্বশুরবাড়ি যাব সে দিন বেনারসি পরব।’

বাগদানের পরও কেন বিয়ে ভেঙেছিলেন তৃষা

মধুচন্দ্রিমার জন্য ইউরোপই পছন্দ মিষ্টির। বেশ অনেক বছর আগে তিনি গিয়েছিলেন। তার বাবার কর্মসূত্রে ইউরোপের সঙ্গে একটা যোগাযোগ রয়েছে। তাই মধুচন্দ্রিমার জন্য সম্ভবত সেখানেই যাবেন। ফিরে এসে নতুন কাজ শুরু করবেন বলে জানান তিনি।