শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন নায়ক বনি

বনি সেনগুপ্ত

বিনোদন ডেস্ক : খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে চান টাালিপাড়ার জনপ্রিয় নায়ক বনি সেনগুপ্ত। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক সাক্ষাৎকারে তিনি তার নিজের বিয়ের পরিকল্পনা ফাঁস করেন।

বনি সেনগুপ্ত

বনির কথা সত্যি হলে টালিপাড়ায় আরেকবার বিয়ের ঘণ্টা বাজাতে চলেছেন বনি। তবে কাকে বিয়ে করছেন বনি?

তারকাদের বিয়ে নিয়ে সব সময়ই দর্শকদের কৌতূহল বেশি কাজ করে। অনেকেই ভাবছেন, টালিপাড়ার আরেক জনপ্রিয় অভিনেত্রী কৌশানীকে বিয়ে করতে চলেছে এই নায়ক।

টালিপাড়ার বাতাসে এ জুটির কথা সবারই জানা। অনস্ক্রিন থেকে অফস্ক্রিন, সবক্ষেত্রেই দেখা যায় এই তারকা জুটিকে। সিনেমা জগতের রুপালি পর্দায় কিংবা ক্যামেরার পেছনে তাদের রসায়নটা চোখে পড়ার মতো।

সব সত্যি হলে দেব-রুক্মিণী, অঙ্কুশ-ঐন্দ্রিলার মতো তারকা দম্পতি হতে চলেছে তারা। তবে এ বিষয়ে এখনই সরাসরি কিছু বলেননি বনি।

বনির ভাষায়, ‘‘এত ছবি করছি, কারণ সংসার করতে হবে। বিয়ে করতে হবে।’’

কবে করছেন বিয়ে, এমন প্রশ্নের উত্তরে বনি বলেন, ‘‘খুব দেরি হয়তো করব না৷ ২০২৪-এর প্রথমেই আশা করছি, বিয়েটা করে ফেলব। যদিও এখনও তারিখ পাকা হয়নি। ’’

ছোটবেলার গোপন কথা ফাঁস করে দিলেন বিদ্যা বালান

উল্লেখ্য, বনি কৌশানি জুটির আরও একটি নতুন সিনেমা পেতে যাচ্ছে দর্শক। ‘হাঙ্গামা ডট কম’নামে ওই সিনেমার শুটিং সেটে একসঙ্গে অভিনয় করছেন আলোচিত এই তারকা জুটি।