জুমবাংলা ডেস্ক : আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, এখন থেকে বিয়ের ক্ষেত্রে সরকারি ট্যাক্স প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া কাবিন নামায় কুমারী শব্দ প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার বিকালে সচিবালয়ে এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা এ কথা বলেন।
তিনি বলেন, দীর্ঘদিন আমরা কিছু শব্দ নিয়ে অনেক আপত্তি শুনেছি, বিয়ের কাবিন নামায় এখন থেকে শুধু মাত্র অবিবাহিত শব্দ থাকবে। এ ছাড়া বিয়ের ক্ষেত্রে ট্যাক্স প্রত্যাহার করা হয়েছে।
এ ছাড়া তিনি বলেন, ভারত শেখ হাসিনাকে ফেরত দেওয়া না হলে দুই দেশের প্রত্যর্পণ চুক্তি আইন লঙ্ঘন হবে। ইতোমধ্যে ইন্টারপোলের মাধ্যমে রেড আলার্ট জারি করা হয়েছে। প্রয়োজনে আমরা আন্তর্জাতিক সহায়তা নিবো।
আইন উপদেষ্টা বলেন, সারাদেশে গায়েবি মামলা বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে ২৫টি জেলায় আড়াই হাজার গায়েবি মামলা চিহ্নিত করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে তা প্রত্যাহার করা হবে।
এ ছাড়া সাইবার নিরাপত্তা আইনে মামলা প্রত্যাহার করা হবে। ইতোমধ্যে ৩৩২ টি মামলা চিহ্নিত করে এ সপ্তাহে ৩১২টি প্রত্যাহার করা হয়েছে। তিনি বলেন, সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ অধ্যাদেশ গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।
Realme Pro Lite: 210MP ক্যামেরার সঙ্গে 200W চার্জিংয়ের সেরা স্মার্টফোন
এ গেজেট অনুযায়ী আপিল বিভাগ ও আর্টনি জেনারেলসহ ৬ সদস্যর একটি কমিশন গঠন করা হয়েছে। দক্ষ যোগ্য লোকদের নিয়োগ বাচাই করার পর সাক্ষাৎকার নিবে কমিশন। নীতিমালার আলোকে যে কেউ আবেদন করতে পারবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।