বিয়ে করতেই হবে, প্রকাশ্যে রাস্তার মধ্যে যুবক-যুবতীর তুমুল চুলাচুলি

বিয়ে করতেই হবে

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি বিহারের নাওয়াদা থেকে একটি চাঞ্চল্যকর খবর উঠে আসছে। একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে একটি যুবতী এক যুবককে তাড়া করেছেন। যুবতীটি বলছেন যে তাকে বিয়ে করতে হবে। প্রকাশ্য রাস্তায় এমনই একটি ঘটনার সাক্ষী থাকলো বিহারের নাওয়াদা।

বিয়ে করতেই হবে

সূত্রের খবর বিহারের নাওয়াদার ভগত সিং চকে একটি যুবতী তার বাবা-মায়ের সাথে বাজারে এসেছিলেন। সেখানে এসে তিনি তার হবু বরের দেখা পান। এরপর সেই যুবতীটি হবু বরকে তাড়া করতে থাকেন। তার সাথে রীতিমতো “চোর পুলিশের” খেলায় মেতে উঠেন যুবতী। এরপর যুবতীটি চিৎকার করে দাবি করতে থাকেন যে তাকে এক্ষুনি বিয়ে করতে হবে।

এমনই একটি অদ্ভুত পরিস্থিতি দেখে স্বাভাবিকভাবেই রাস্তায় লোক জড়ো হয়ে যায়। এরপর যুবক ও যুবতীটিকে সামলে তাদের দুজনকেই ঘিরে ধরেন সাধারণ জনতা। এরপর স্থানীয় পুলিশ সেখানে উপস্থিত হন। স্থানীয় পুলিশের পক্ষ থেকে যুবক ও যুবতীটিকে পাকড়াও করে স্থানীয় মহিলা থানায় নিয়ে যাওয়া হয়েছে।

কিন্তু ভরদুপুরে প্রকাশ্য রাস্তায় কেন এমন ঘটনা ঘটালেন এই যুবতী? জানা যাচ্ছে কিছু মাস আগে এই যুবকের সাথে বিয়ে ঠিক হয়েছিল তার। যুবকটি বিয়ে করার জন্য পণ বাবদ যুবতীর বাড়ির থেকে ৫০০০০ টাকার নগদ ও একটি মোটরসাইকেল দাবি করেন। যুবতীর বাড়ির লোকজন যুবকের কথা মেনে নগদ টাকা ও মোটরবাইক যুবককে পণ স্বরূপ দানও করেন।

ল্যাবেই তৈরি হচ্ছে আসল হীরা, কিনতে পারবেন পানির দামে!

কিন্তু অভিযোগ পণের জিনিস হাতে পাওয়ার পর যুবকটির মন ঘুরে যায়। বিভিন্নভাবে এড়িয়ে যেতে থাকেন বিয়ের কথা। এরপর তিন মাস কেটে গেল ওই যুবকটি যুবতীটিকে বিয়ে করেননি। তাই যুবতী বাধ্য হয়েই তার হবু বরকে রাস্তায় দেখতে পেয়ে এমন কান্ড ঘটিয়েছেন।