বিনোদন ডেস্ক : দুই সন্তানের জনক করণ জোহর। তবে এখনও তিনি ‘সিঙ্গেল’। একজন সিঙ্গেল ফাদার হিসেবে তিনি তার যমজ সন্তান, যশ এবং রুহিকে বড় করছেন।
তবে সন্তানরা যতই বড় হচ্ছে- ততই কঠিন প্রশ্নের মুখে পড়ছেন করণ। বাবার কাছে তাদের প্রশ্ন, ‘আমাদের মা কোথায়?’
২০১৭ সালে সারোগেসির মাধ্যমে করণের সন্তানদের জন্ম হয়েছিল। এরপর থেকে বাবা হিসেবে নানা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে তাকে।
সম্প্রতি ফায়ে ডি’সুজার সঙ্গে তার ইউটিউব চ্যানেলের একটি চ্যাটে করণ জানিয়েছেন, কী ভাবে তিনি তার মা হিরুকে সঙ্গে নিয়ে সন্তানদের যত্ন নেন। জানান, সন্তানরা তাদের জন্ম সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করতে শুরু করেছে।
করণ বলেন, ‘এটি একটি আধুনিক পরিবার। তবে একটি অস্বাভাবিক পরিস্থিতি। আমি কার গর্ভে জন্মগ্রহণ করেছি? মাম্মা আসলে ‘মা’ নন, তিনি আমাদের দাদী।’ এসবের সম্মুখীন হতে হচ্ছে। আমি ওদের স্কুলের কাউন্সিলের সঙ্গে যোগাযোগ রাখছি কী ভাবে এই পরিস্থিতি সামাল দেওয়া যায়। বাবা-মা হওয়া কখনই সহজ নয়।’
করণ আরও বলেন, ‘আমি যা করিনি এমন সব কাজ সন্তানরা করুক, এটাই চাই। কিন্তু, আমার এমন ভাবা উচিত নয়। আমি চাই আমার সন্তান তার নিজের পছন্দের মতো করে বেড়ে উঠুক। ভালো মানুষ হোক। আমার মেয়ে এবং আমার ছেলে দু’জনের জন্যই এটা চাই।’
উল্লেখ্য, করণ জোহরের ধর্মা প্রোডাকশনের প্রযোজনায় শীঘ্রই মুক্তি পেতে চলেছে ‘ব্যাড নিউজ’। আগামী ১৯ জুলাই মুক্তি পাবে এই সিনেমাটি। এর মুখ্য ভূমিকায় থাকবেন ভিকি কৌশল এবং তৃপ্তি দিমরি।
তবে পেশাগত জীবন ছাড়াও বার বার চর্চায় উঠে এসেছে করণের ব্যক্তিগত জীবন। সম্প্রতি বডি ডিসমর্ফিয়া নিয়ে মুখ খুলেছেন করণ জোহর। জানালেন, তিনি এই সমস্যায় ভুগছেন।
নেট দুনিয়ায় ঝড় তুললো এই ওয়েব সিরিজ, ভুলেও কারও সামনে দেখবেন না
এ নিয়ে অস্বস্তির বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আমার বডি ডিসমর্ফিয়া আছে। আমার পুলে নামতে খুব অস্বস্তি হয়। আমি জানি না ভয়ঙ্কর খারাপ না লাগিয়ে কী করে পুলে নামা যায়। এটা থেকে বের হওয়ার অনেক চেষ্টা করেছি। যতই সাফল্য পাও না কেন, যতই নিজের মস্তিকে নিজেকে নিয়ে যা খুশি ভাবো না কেন আমি আমাকে সবসময়ই ওভারসাইজড পোশাকেই দেখতে পছন্দ করি। এমনকি আমি যদি ওজনও কমাই তাহলেও মনে হয় আমি মোটাই আছি। ওটা নিয়েই লড়াই করছি। সবসময় মনে হয় আমি মোটাই। তাই আমি কাউকেই আমার শরীরের কোনও অংশ দেখাতে চাই না।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।