বিয়েতে কাদের পুরানো গহনা পরলেন রাধিকা

Radhika

বিনোদন ডেস্ক : ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে অংশ নিয়েছেন দেশ-বিদেশের গণ্যমান্য ব্যক্তি ও সেলিব্রেটিরা। বিগ বাজেটের জমকালো এ বিয়ের শুভক্ষণ আসার আগে থেকেই বিয়ের প্রাক-অনুষ্ঠান চলেছে ৬ মাস ধরে। তবে সব আয়োজনেই প্রধান আকর্ষণ ছিল অনন্ত আম্বানির স্ত্রী রাধিকা মার্চেন্টের আউটফিট।

Radhika

প্রাক বিয়ে থেকে সব অনুষ্ঠানেই রাধিকার স্টাইল ছিল নজরকাড়া। সব পোশাক আর সাজসজ্জা একটা থেকে আরেকটা চমকে দিয়েছে আম্বানি ভক্তদের। তবে বিয়ের সাজে ঐতিহ্যের নব লুকে সামনে আসেন রাধিকা মার্চেন্ট।

আম্বানি পরিবারের পুত্রবধূ রাধিকা তার বিয়েতে পরেছেন ফ্যাশন হাউস আবু জানি ও সন্দীপ খোসলার ডিজাইন করা পোশাক। এ প্রতিষ্ঠানের সহ-মালিক সন্দীপ খোসলা।

সন্দীপ খোসলা নামটি অপরিচিত মনে হলেও দেবদাস সিনেমা নিশ্চয়ই কারও অপরিচিত নয়। বলিউডের বিখ্যাত পরিচালক সঞ্জয় লীলা বানসালি পরিচালিত দেবদাস সিনেমায় পার্বতী চরিত্রে অভিনয় করা বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় ও চন্দ্রমুখী চরিত্রে অভিনয় করা বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত যে পোশাকগুলো পরেছিলেন তার সবই ডিজাইন করেছিলেন সন্দীপ। ‘দেবদাস’ সিনেমায় ফ্যাশন ডিজাইনারের দায়িত্ব পালন করায় সন্দীপ শ্রেষ্ঠ পোশাকশিল্পী হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতেন।

রাধিকার বিয়ের পোশাক তৈরির দায়িত্ব আম্বানি পরিবার তার কাছে দিলে সন্দীপ তার জন্য তৈরি করেন গুজরাটের ঐতিহ্যবাহী ‘পানেটর’ লেহেঙ্গা। সাদার শুভ্রতায় সামান্য লাল রঙের ছটার রাজকীয় ডিজাইনের লেহেঙ্গা নজর কাড়ে সবার। ফ্যাশন দুনিয়াতেও ঝড় তুলেছে রাধিকার বিয়ের সাজ ও তার পোশাক।

Radhika
রাধিকা গলায় যে নেকলেসটি পরেছেন তা ২০২০ সালে বিয়ের জন্য পরেছিলেন রাধিকার বোন অঞ্জলিও। ছবি: সংগৃহীত

বিয়েতে পরা রাধিকার পুরো পোশাকে ছিল ভরাট জারদৌসি কাজ। পোশাকের সঙ্গে ছিল ম্যাচিং ওড়না। গলায় পরেছিলেন জোড়োয়ার চোকার আর হীরা পান্নার মিশেলে তৈরি পাঁচ লহরি হার। সঙ্গে ছিল ম্যাচিং টিকলি, কানের ঝুমকো, রতনচুর, হীরার চুরি। চুল খোপা করেছিলেন। কপালে পরেছিলেন ছোট্ট টিপ।

ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, রাধিকা বিয়েতে যত গহনা পরেছেন, সবই তার নানী, মা ও বোনের। এসব গহনাতে রাধিকা ঐতিহ্য ধরে রেখেছেন। তাদের বংশ পরম্পরায় এই রীতি চলে আসছে বলেই জানা গেছে।

ইঁদুরের উপদ্রব থেকে মুহুর্তে রক্ষা পাবার উপায়

অনন্ত ও রাধিকার মহাবিবাহ অনুষ্ঠানের পর আজ শনিবার (১৩ জুলাই) শুভ আশীর্বাদ এবং আগামী রোববার (১৪ জুলাই) হবে জমকালো বিবাহোত্তর সংবর্ধনা বা মঙ্গল উৎসব।