বিয়ের চার মাস পরেই বাচ্চা জন্ম দিলেন মিষ্টি সিং

মিষ্টি সিং

বিনোদন ডেস্ক : কয়েকদিন আগেই টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী মিষ্টি সিং পোস্ট করেছিলেন বেবি বাম্পের ছবি। নিজেই জানিয়ে ছিলেন তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার কথা। তবে বাস্তবে নয়, বরং ‘বাংলা মিডিয়াম’ ধারাবাহিকের জন্য়ই অন্তঃসত্ত্বার রূপ ধরেছেন মিষ্টি।

মিষ্টি সিং

আর এবার সেই ধারাবাহিকেই নিজের ছেলের সঙ্গে আলাপ করিয়ে দিলেন অভিনেত্রী। ধারাবাহিকে শিশু শিল্পীর সঙ্গে ছবি দিয়ে মিষ্টি লিখলেন, ”এই হল আমার সন্তান। খুব দ্রুত এই মা হওয়ার জার্নিটা। আশা করি আপনারা সব পর্ব দেখে মজা পাচ্ছেন।”

১৮ মে দীর্ঘদিনের প্রেমিক রেমো দাসের গলা মালা দিয়েছেন টেলিপর্দার জনপ্রিয় অভিনেত্রী মিষ্টি সিং। ১৪ মে অভিনেত্রীর বাড়িতেই হয়েছিল ছিমছাম গায়ে হলুদ, মেহেন্দি, সঙ্গীতের অনুষ্ঠান। আর ১৮ তারিখ বাইপাস সংলগ্ন এক বিলাসবহুল হোটেলে বিয়ের আসর বসেছিল মিষ্টির।

বিয়ের আগেই গর্ভবতী, প্রেমের জন্য বাড়ি থেকে পালিয়েছিলেন এই অভিনেত্রী

পাত্র রেমো রিয়েল এস্টেস্টের ব্যবসার সঙ্গে সঙ্গে প্রযোজনা সংস্থাও রয়েছে। বিয়ের কয়েক দিন পর হানিমুনে ইউরোপ ট্রিপেও গিয়েছিলেন মিষ্টি ও রেমো। সেখান থেকেই শেয়ার করেছিলেন নানা ছবি ও ভিডিও। মিষ্টি নতুন অবতার দেখে অনুরাগীদের একটাই প্রশ্ন, বাস্তবেও কবে সুখবর দেবেন মিষ্টি?