বিয়ের আগে ‘বিয়ে’ নিয়ে যা বলেছিলেন আয়মান-মুনজেরিন

আয়মান-মুনজেরিন

বিনোদন ডেস্ক : ভালোবেসে বিয়ে করেছেন বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন শিক্ষাদান প্রতিষ্ঠান ‘১০ মিনিট স্কুলে’র প্রতিষ্ঠাতা আয়মান সাদিক ও একই প্রতিষ্ঠানের জনপ্রিয় ইংরেজি শিক্ষিকা মুনজেরিন শহীদ। কিন্তু আপনি কি জানেন, এ জুটি বিয়ের আগে ‘বিয়ে’ নিয়ে কী বলেছিলেন?

আয়মান-মুনজেরিন

বিয়ের আগে একটি অনুষ্ঠানের মঞ্চে একসঙ্গে উপস্থিত হয়েছিলেন আয়মান আর মুনজেরিন। সেখানে তারা কথা বলেছিলেন ভালোবাসার মানুষ আর বিয়ে প্রসঙ্গে।

শুক্রবার ( ১৫ সেপ্টেম্বর) জুম্মার নামাজের পর রাজধানীর মিরপুর ডিওএইচএসের মসজিদে পরিবার ও আত্মীয় স্বজনের উপস্থিতিতে আকদ সম্পন্ন হওয়ার খবর মিডিয়ায় প্রকাশ পাবার পর নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে অবিবাহিত আয়মান ও মুনজেরিনের ‘বিয়ে’ নিয়ে একটি বক্তব্যের।

ওই ভিডিওতে দেখা যাচ্ছে, মুনজেরিন তার সামনে থাকা শত শত দর্শকদের বলছেন, আমরা কাউকে না কাউকে পছন্দ করি, তাদের ভালোবাসি। আমরা তার সঙ্গে সময় কাটাতে চাই। একটা অদ্ভূত সুন্দর জীবন তৈরি করতে চাই। স্বপ্নে সবাই অতুলনীয় একজন সঙ্গীকে কল্পনা করি।

মুনজেরিন ওই ভিডিওতে আরও বলেন, আমরা ভাবি সে সঙ্গী জীবনের নানা বাঁধা কিংবা সাফল্যে তার সঙ্গী হবে। ওই মানুষটাকেই সবাই জীবনের স্টার ভাবি। তারপরই দর্শকদের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে মুনজেরিন বলেন, এখন ওই স্টারটাকে স্টারের মর্যাদা দিতে তাকে জীবনে বিয়ে করতে হবে নাকি হবে না?

মাত্র ৪৪ সেকেন্ডের ওই ভিডিওতে মুনজেরিনের সেই কথাগুলো শুনতে এখন হুমড়ি খেয়ে পড়ছেন আয়মান-মুনজেরিন ভক্ত আর শুভাকাঙ্খীরা।

পুরাতন ফোন কাজ করবে নতুনের মতো, চেঞ্চ করে দিন এই সেটিংসটি

এদিকে বিয়ের পরপরই আজ মুনজেরিন তার ফেসবুকে তাদের একটি বিয়ের ছবি পোস্ট করেছেন। ওই ছবির ক্যাপশনে মুনজেরিন লিখেছেন, আলহামদুলিল্লাহ, আমার স্টারকে পেয়েছি। এ কথার সঙ্গে মিলে যাচ্ছে ভাইরাল হওয়া সে ভিডিওর অবিবাহিত মুনজেরিনের বক্তব্য।