বিয়ের আসরে হাজির প্রেমিকা, তারপর যা ঘটলো

বিয়ের আসরে হাজির প্রেমিকা

আন্তর্জাতিক ডেস্ক : বিয়ের সব আয়োজন ঠিকঠাক। যথারীতি আসরে বসেছিলেন বর-কনে। এমন সময়েই ঘটে বিপত্তি। হঠাৎ অনুষ্ঠানের মাঝে এক নারী এসে দাবি করেন, তিনি বরের প্রেমিকা। এখানেই শেষ নয়। ওই নারী জানান, দীর্ঘ আট বছর ধরে ওই নারীর সঙ্গে ‘লিভ-ইন’ সম্পর্কে ছিলেন বর। ঘটনাটি ঘটেছে পঞ্জাবের মোহালিতে।

বিয়ের আসরে হাজির প্রেমিকা

সূত্রে জানা যায়, পাতিয়ালার বাসিন্দা সেই নারী দুই সন্তানের মা। তিনি অভিযোগ করেন, মেয়েটির সঙ্গে যার বিয়ে হচ্ছে, সেই ব্যক্তি তাকে বিয়ে করার প্রস্তাব দিয়েও কথা রাখেননি। দীর্ঘ আট বছর ধরে তারা ‘লিভ-ইন’ সম্পর্কে রয়েছেন।

বিয়ের আসরে সকলের সামনে নারী বলেন, ‘এই ছেলেটিকে বিয়ে করবে বলে ইতোমধ্যেই আদালতে আমার স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন জানিয়েছি। আমার ছেলেমেয়ের সঙ্গেও ওর ভাল সম্পর্ক। ও যে মনে মনে অন্য কাউকে বিয় করার পরিকল্পনা করছে, সে বিষয়ে আমি কিছুই জানতাম না।’

তবে বর পাল্টা অভিযোগ করেন জানান, সেই নারীর যে বিবাহবিচ্ছেদ হয়নি, সেই বিষয়টি তিনি জানতেন না। তিনি বলেন, ‘ও আমাকে বলেনি যে ওর এখনও বিবাহবিচ্ছেদ হয়নি। ও আমাকে মিথ্যা বলেছে। তাই আমি অন্য কাউকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে ফেলি।’’

যে কারণে আর্জেন্টিনা-সৌদি ম্যাচের রেফারি গ্রেফতার হন

এদিকে কনের পরিবার বিয়ে ভেঙে দেওয়ার পর সব আয়োজনের জন্য যা খরচ হয়েছে, তা বরের কাছে দাবি করেছে। বরের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বরকে আটক করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।