ভালোবাসায় না আছে কোন ধর্ম না কোন বর্ণ। এই পথ যতই কঠিন হোক না কেন শেষমেষ জয় ভালোবাসারই হয়। বলিউডেও এর উদাহরণ ভুরি ভুরি রয়েছে। কেউ বাড়ির অমতে পালিয়ে বিয়ে করেছেন, আবার কেউ বিয়ের জন্য ধর্ম বদলে ফেলেছেন। আজকের প্রতিবেদনে রইল এমন ৫ বলি নায়িকার নাম যারা বিয়ের জন্য ইসলাম গ্রহণ করেছিলেন।
হেমা মালিনী (Hema Malini) : বিবাহিত ধর্মেন্দ্র তার প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই হেমাকে বিয়ে করেন। হিন্দু ধর্মে এমন নিয়ম নেই বলে, তারা ইসলাম মতে বিয়ে করেছিলেন। যার দরুন বিয়ের সময় ইসলাম গ্রহণ করেন এই জুটি। সেই অনুসারে তাদের নতুন নাম হয় দিলাওয়ার এবং আয়েশা।
আয়েশা টাকিয়া (Ayesha Takia) : এক সময় বলিউডের প্রথম সারির নায়িকা হয়ে উঠেছিলেন আয়েশা। তার মা ছিলেন অ্যাংলো ইন্ডিয়ান এবং বাবা হিন্দু। যদিও তিনি বিয়ে করেন ফারহান আজমিকে। যার দরুন তাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হয়।
রাখি সাওয়ান্ত (Rakhi Sawant) : রাখি বলিউডে ড্রামা কুইন নামেই খ্যাত। তার প্রথম বিয়ে ভাঙার পর দ্বিতীয়বার বিয়ে করেন প্রেমিক আদিল শাহকে। যার জন্য তিনি ইসলাম গ্রহণ করেছিলেন এবং নতুন নাম রেখেন ফাতিমা। যদিও কিছুদিন পরই স্বামীর বিরুদ্ধে গৃহ হিংসার অভিযোগ এনে বিয়ে ভেঙে দেন।
অমৃতা সিং (Amrita Singh) : অমৃতা সিং-এর জন্ম শিখ পরিবারে। তবে সেইফ আলি খানকে বিয়ে করার জন্য অমৃতাকেও ধর্মান্তরিত হতে হয়েছিল। যদিও তাদের দাম্পত্য খুব বেশিদিন টেকেনি। বিয়ের ১৩ বছর পর তাদের ডিভোর্স হয়ে যায়।
শর্মিলা ঠাকুর (Sharmila Tagore) : টলিউড তথা বলিউডের একজন নামী নায়িকা ছিলেন। ১৯৬৮ সালে তিনি পতৌদি নবাব মনসুর আলি খানকে বিয়ে করেন। স্বাভাবিকভাবেই হিন্দু হয়ে মুসলিমকে বিয়ে করার জন্য শর্মিলাকেও বিয়ের আগে ইসলাম গ্রহণ করতে হয়। যার দরুন তার নতুন নাম হয় বেগম আয়েশা সুলতানা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।