বিয়ের কথা বলতে এসে প্রেমিকার চাকরের বেতন শুনে জ্ঞান হারালেন প্রেমিক

প্রেমিকা

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে হাসি থামাতে পারছেন না নেটিজেনরা। ১৫,০০০ টাকার চাকরি পেয়েই বিয়ের কথা বলার জন্য সোজা প্রেমিকার বাড়িতে গিয়ে উপস্থিত হন প্রেমিক। কিন্তু, সেখানে গিয়ে প্রেমিক জানতে পারেন প্রেমিকার প্রতি মাসের পকেটমানি হল দেড় লাখ টাকা। চাকরি পেয়েও হৃদয় ভাঙল প্রেমিকের।

প্রেমিকা

সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের আজব ঘটনা ভাইরাল হয় সবার আগে। কিন্তু, সম্প্রতি যে ভিডিও ভাইরাল হয়েছে, তা একটু অন্যরকমের। যে সকল যুবক-যুবতী ভালোবাসার সম্পর্কে রয়েছেন, তাঁরা সকলেই স্বপ্ন দেখেন বিয়ে করার।

এর জন্য সব থেকে আগে দরকার সেটেল হওয়া। কারণ টাকা ইনকাম না করলে বাড়ি থেকে সেই সম্পর্ক মেনে নেওয়া হবে না। আবার অনেক সময় দেখা যায় প্রেমিকেরা প্রতি মাসে যে টাকা বেতন পান, সেই টাকায় সংসার চালানো মুশকিল। সম্প্রতি এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা মজার হলেও তুলে ধরেছে এক গভীর বিষয়।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিও শেয়ার করা হয়েছে ইনস্টাগ্রামে। ghantaa নামের একটি প্রোফাইল থেকে ইনস্টাগ্রামে সেই ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে, একজন প্রেমিকা আদর করে প্রেমিককে কেক খাইয়ে দিচ্ছেন। কারণ তিনি চাকরি পেয়েছেন। ওই প্রেমিক চিৎকার করে প্রেমিকাকে বলতে থাকেন আমি ১৫০০০ টাকার চাকরি পেয়েছি। এরপরই সেখানে এসে উপস্থিত হন প্রেমিকার বাবা। তিনি প্রথমেই নিজের মেয়েকে জিজ্ঞেস করেন, ওয়াচম্যানের টাকা দিয়ে দিয়েছো?

এর উত্তরে ওই যুবতী মোবাইল দেখতে দেখতে বলতে থাকেন হ্যাঁ বাবা, এই মাসে অয়াচম্যানের ১৭০০০ টাকা হয়েছে, সেটা দিয়ে দিয়েছি। এরপর তিনি আরও কয়েকজনের মাসিক বেতনের কথা উল্লেখ করেন। সেখানে জানা যায় যে, তাদের জামাকাপড় ইস্ত্রি করার মাসিক খরচ ২০,০০০ টাকা।

রান্নার মহিলার মাসিক খরচ ৪০০০০ টাকা। এছাড়াও তাদের বাড়িতে থাকা টমি অর্থাৎ কুকুরের পিছনে প্রতি মাসে খরচ ২৫০০০ টাকা। এর থেকেও চমকে দেওয়া ব্যাপার হলো, ওই যুবতীর মাসিক পকেটমানি হল দেড় লাখ টাকা। অন্যদিকে ওই যুবক ১৫০০০ টাকার চাকরি পেয়ে যুবতীকে বিয়ে করার কথা বলতে গিয়েছেন তাদের বাড়িতে।

মাধুরীর বিয়ের খবরে হাউমাউ করে কেঁদেছিলেন দীপিকার বাবা

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে, প্রেমিকার পকেটমানি খরচ এবং অন্যান্য খরচের কথা জানতে পেরে চমকে ওঠেন প্রেমিক। এরপর নিজে থেকেই জানিয়ে দেন তিনি শুধু বন্ধু। প্রেমিকা যখন বাবার সঙ্গে পরিচয় করিয়ে দিতে যান, তখন ওই প্রেমিক নিজে থেকেই বলেন, আমি হলাম ওর বন্ধু, শুধু বন্ধু। এক নজরে দেখে নিন সশাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিও।