বিয়ের মণ্ডপেই পাত্র-পাত্রীর হাতাহাতি, ভাইরাল ভিডিও

পাত্র-পাত্রী

আন্তর্জাতিক ডেস্ক : মণ্ডপে ঐতিহ্যবাহী বিয়ের পোশাক পরে বসে আছেন পাত্র-পাত্রী। তাঁদের ঘিরে দাঁড়িয়ে পরিবার-পরিজনেরা। হঠাৎই মারামারি শুরু করেন হবু স্বামী-স্ত্রী।

পাত্র-পাত্রী

বিয়ের মণ্ডপে পাশাপাশি বসে পাত্র-পাত্রী। বিয়ে প্রায় সারা। তখনই ঘটল অবাক করা কাণ্ড। বরণ করার সময় হঠাৎই একে অপরকে বেধড়ক মারধর শুরু করলেন। নেপালের একটি বিয়েবাড়ির ঘটনা। মোবাইল-বন্দি এই দৃশ্য ইতিমধ্যেই নেটমাধ্যমে ঝড় তুলেছে।

ভিডিয়োয় দেখা গিয়েছে, বিয়ের মণ্ডপে ঐতিহ্যবাহী বিয়ের পোশাক পরে বসে আছেন পাত্র-পাত্রী। তাঁদের ঘিরে দাঁড়িয়ে পরিবার-পরিজনেরা। বরণ করার পর পাত্র-পাত্রীর একে অপরকে খাওয়ানোর বিধি শুরু হতেই মুহূর্তে বিবাদ বাধে। একে অপরকে ধাক্কাধাক্কি শুরু করেন তাঁরা। এমনকি, নিজের জায়গা থেকে উঠে পাত্রের উপর ঝাঁপিয়ে পড়েন পাত্রী। একে অপরকে ‘হারাতে’ শুয়ে পড়েও মারপিট করতে থাকেন দু’জনে। তার পরও তাঁরা থামেননি।

হবু স্বামী-স্ত্রীর এই কাণ্ড দেখে হকচকিয়ে যান উপস্থিত সকলে। কেউ কেউ আবার হেসে লুটিয়ে পড়েন। তাঁদের থামাতে উদ্যত হন কয়েক জন।