Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডে নিজের বিয়েতে স্ত্রীসহ ৪ জনকে গুলি করে হত্যা করেছে এক সাবেক সেনা কর্মকর্তা। ঘটনার পর নিজেও আত্মহত্যা করেন ৪৪ বছর বয়সী কাঞ্চনা পাচুনথুয়েক।
থাই পুলিশ জানায়, উত্তর-পূর্ব থাইল্যান্ডে চাতুরং সুকসুক নামের ২৯ বছর বয়সী নারীর সাথে বিয়ে হচ্ছিল এই সাবেক সেনা কর্মকর্তার। এক পর্যায়ে বিয়ের অনুষ্ঠান ছেড়ে গিয়ে বন্দুক নিয়ে আসেন এবং তার সদ্য বিবাহিত স্ত্রী, শাশুড়ি ও স্ত্রীর বোনকে লক্ষ্য করে গুলি ছোড়েন পাচুনথুয়েক।
এসময়ে ২ অতিথির গায়ে গুলি লাগলে তাদের একজনের মৃত্যু হয়েছে।
এই হামলার আসল কারণ জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার আগে নব দম্পতির মধ্যে ঝগড়া হয়েছিল। সে সময় বর নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন।
সেনাবাহিনীতে দায়িত্ব পালনের সময় ডান পা হারানোর পর প্যারা অ্যাথলেটিক্সে জাতীয় পর্যায়ের সাঁতারু ছিলেন কাঞ্চনা পাচুনথুয়েক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।