বিয়ের পিঁড়িতে বসছেন মৌ রহমান

অভিনেত্রী মৌ রহমান

বিনোদন ডেস্ক : নতুন প্রজন্মের মডেল ও অভিনেত্রী মৌ রহমান। বেশ কয়েকটি মিউজিক ভিডিও এবং বিজ্ঞাপন চিত্রেও কাজ করেছেন মৌ। এরইমধ্যে বেশ কিছু নাটকের অভিনয় করেছেন। পাশাপাশি চালিয়ে যাচ্ছে মডেলিংও।

অভিনেত্রী মৌ রহমান

গতকাল জানালেন ভিন্ন কথা। অভিনেত্রী মৌ রহমান তার ফেসবুক পোস্টে তার বিয়ের কথা জানান। সেখানে তিনি লিখেন, ‘আলহামদুল্লািহ; আলহামদুল্লািহ; আলহামদুল্লািহ। দীর্ঘদিনের পরিচয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছি’।

গতকাল শুক্রবার অভিনেত্রী মৌ রহমান এর নিজ বাসায় আংটি বদল হয়েছে। বরের নাম এখনই প্রকাশ করতে চাচ্ছেন না। তার বর দেশের জনপ্রিয় একজন তারকা।

শোবিজের তারকার বিয়ে নিয়ে ভক্তদের বেশ আগ্রহ। সেই আগ্রহ থেকেই অনেকেই অভিনন্দন ও শুভ কামনা জানাচ্ছেন। আবার কারও মনে প্রশ্ন জাগছে জনপ্রিয় তারকা কে? এই বিষয়ে মৌ এর সঙ্গে যোগাযোগ করেও বরের নাম জানা যায়নি।

তিনি বলেন, সময় হলে বিস্তারিত জানাব। আপনারা সবাই তাকে চেনেন। খুব শীঘ্রই নাম প্রকাশ্যে আনবো।

পূজার মন পেতে যা করলেন অঙ্কুশ

উল্লেখ্য, মৌ মূলত একজন ফ্যাশন ডিজাইনার। তবে শোবিজে নিজের জায়গা পোক্ত করার জন্যও কাজ করে যাচ্ছেন। মডেলিং নিয়ে ব্যস্ত থাকলেও অভিনয়ে নিয়মিত হতে চান তিনি।